হোম > বিশ্ব > আফ্রিকা

মিসরে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ 

মিসরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের আসওয়ান প্রদেশের পর্যটক বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে গেলে এই মৃত্যুর ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আল-জাজিরা মিসরীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে তাদের প্রতিবেদনে জানিয়েছে, ওই দুর্ঘটনায় পাঁচ মিসরীয় নাগরিকসহ চার ফরাসি এবং এক বেলজিয়ামের নাগরিকের মৃত্যু হয়। 

আসওয়ান প্রদেশের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে মিসরের অন্যতম প্রাচীন শহর লুক্সর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দক্ষিণে। বাসটি নীল নদের পশ্চিম তীরে অবস্থিত এসনার মন্দিরের দিকে যাচ্ছিল। 

আসওয়ানের গভর্নর আশরাফ আত্তিয়া বলেছেন, ‘এই ঘটনায় আরও চৌদ্দজন আহত হয়েছেন। যাদের মধ্যে ৮ জন ফরাসি ও বাকি ৬ জন বেলজিয়ামের নাগরিক। ঘটনার পর দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের প্রত্যেকের অবস্থাই স্থিতিশীল রয়েছে।

সড়ক দুর্ঘটনা মিশরে বেশ নিয়মিত ঘটনা। দেশটির রাস্তা এবং ট্রাফিক দুই বিভাগের অবস্থাই বেহাল এবং দেশটিতে সংশ্লিষ্ট আইন প্রয়োগ করা হয় তুলনামূলক শিথিলভাবে। 

মিসরের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। 

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান