হোম > বিশ্ব > আফ্রিকা

বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, নিখোঁজ ৪ 

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর সংঘর্ষ-পীড়িত উত্তরাঞ্চলে সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া হামলার পর থেকে নিখোঁজ রয়েছেন ৪ পুলিশ সদস্য। দেশটির সরকারের বরাত দিয়ে আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে। 

আজ মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে বুরকিনা ফাসোর নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওউসেইনি কমপাউরি জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চলীয় ইয়িরগোউ শহরে ত্রাণ কার্যক্রম পরিচালনা করার সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে ইয়িরগোউ শহরে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। 

কমপাউরি আরও বলেন, ‘হামলার পর নিখোঁজ পুলিশ সদস্যদের উদ্ধারে ও অভিযুক্তদের ধরতে সম্মিলিত অভিযান চালাচ্ছে সামরিক বাহিনী।’ এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। 

২০১৫ সাল থেকে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর একের পর এক হামলা মোকাবিলায় রীতিমতো সংগ্রাম করছে বুরকিনা ফাসো। সশস্ত্র এসব গোষ্ঠীগুলোর বেশির ভাগই জঙ্গিগোষ্ঠী আল কায়দা এবং আইএস’র সঙ্গে সম্পৃক্ত। 

দেশটিতে এখন পর্যন্ত উগ্রবাদী এসব গোষ্ঠীর হামলায় কমপক্ষে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। ২০১৫ সালে দেশটির উত্তরে অবস্থিত মালি সীমান্তে প্রথম হামলা চালায় সন্ত্রাসীরা। এরপর সারা দেশেই একের পর এক হামলা চালানো হয়। এসব হামলায় পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সৃষ্টি হয়েছে তীব্র মানবিক সংকটের। 

এর আগে চলতি বছরের জুনে দেশটির উত্তরাঞ্চলের সলহান গ্রামে হামলা চালিয়ে ১৩৮ জনকে হত্যা করা হয়। যদিও স্থানীয় সূত্রে মৃত্যুর সংখ্যা ১৬০ বলে জানানো হয়। 

জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে সহিংসতায় ১২ লাখ মানুষ তাঁদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। 

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯