হোম > বিশ্ব > আফ্রিকা

বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, নিখোঁজ ৪ 

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর সংঘর্ষ-পীড়িত উত্তরাঞ্চলে সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ১১ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া হামলার পর থেকে নিখোঁজ রয়েছেন ৪ পুলিশ সদস্য। দেশটির সরকারের বরাত দিয়ে আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এসব তথ্য জানিয়েছে। 

আজ মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে বুরকিনা ফাসোর নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওউসেইনি কমপাউরি জানিয়েছেন, দেশের উত্তরাঞ্চলীয় ইয়িরগোউ শহরে ত্রাণ কার্যক্রম পরিচালনা করার সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে ইয়িরগোউ শহরে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। 

কমপাউরি আরও বলেন, ‘হামলার পর নিখোঁজ পুলিশ সদস্যদের উদ্ধারে ও অভিযুক্তদের ধরতে সম্মিলিত অভিযান চালাচ্ছে সামরিক বাহিনী।’ এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। 

২০১৫ সাল থেকে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর একের পর এক হামলা মোকাবিলায় রীতিমতো সংগ্রাম করছে বুরকিনা ফাসো। সশস্ত্র এসব গোষ্ঠীগুলোর বেশির ভাগই জঙ্গিগোষ্ঠী আল কায়দা এবং আইএস’র সঙ্গে সম্পৃক্ত। 

দেশটিতে এখন পর্যন্ত উগ্রবাদী এসব গোষ্ঠীর হামলায় কমপক্ষে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন। ২০১৫ সালে দেশটির উত্তরে অবস্থিত মালি সীমান্তে প্রথম হামলা চালায় সন্ত্রাসীরা। এরপর সারা দেশেই একের পর এক হামলা চালানো হয়। এসব হামলায় পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সৃষ্টি হয়েছে তীব্র মানবিক সংকটের। 

এর আগে চলতি বছরের জুনে দেশটির উত্তরাঞ্চলের সলহান গ্রামে হামলা চালিয়ে ১৩৮ জনকে হত্যা করা হয়। যদিও স্থানীয় সূত্রে মৃত্যুর সংখ্যা ১৬০ বলে জানানো হয়। 

জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে সহিংসতায় ১২ লাখ মানুষ তাঁদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। 

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী