ঢাকা: তিউনিসিয়ায় এক নৌকাডুবির ঘটনায় ২১ জন আফ্রিকান অভিবাসীর মৃত্যু হয়েছে। ভূমধ্যসাগর পেরিয়ে ইতালীয় দ্বীপ ল্যাম্পেদুসার দিকে যাওয়ার সময় তিউনিসিয়ায় নৌকাটি ডুবে যায়। শুক্রবার তিউনিসিয়ার সরকারি কর্মকর্তারা রয়টার্সকে এ তথ্য জানায়।
তিউনিসিয়ার নাগরিক সুরক্ষা পরিসেবার পরিচালক মুরার্ড মেচরির বরাত দিয়ে রয়টার্স জানায়, বৃহস্পতিবার গভীর রাতে স্ফ্যাক্স থেকে যাত্রা শুরু করা নৌকাটি যাত্রী নিয়ে আসার সময় ডুবে যায়। কোস্টগার্ডের অভিযানে এ পর্যন্ত প্রায় ২১ জনের মরদেহ উদ্ধার করা গেছে। এখনও অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, আফ্রিকা মহাদেশের সর্বাপেক্ষা উত্তরের দেশ তিউনিসিয়া।