হোম > বিশ্ব > আফ্রিকা

মালিতে মাতৃভাষা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের (MINUSMA) ক্যাম্পে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালন করেছেন মিশনের সদস্যরা। স্থানীয় সময় ২১ ফেব্রুয়ারি রাত ১২টায় গুন্দাম ক্যাম্পে নির্মিত শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে বিএএনএফপিইউ-২-এর কমান্ডার মোহাম্মদ শাহীনুর আলম খানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। 

এরপর রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্প অর্পণের মাধ্যমে ভাষাশহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন ইনডিভিজুয়্যাল পুলিশ অফিসারের (আইপিও) দলনেতা এম ওলির নেতৃত্বে ইউনাইটেড ন্যাশনস পুলিশ ও জাতিসংঘের আইপিও সদস্যরা। তারপর শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন CIVINF BATT-1, গুন্দাম ডিটাচমেন্ট ক্যাম্পের কমান্ডারসহ আইভরি কোস্টের অন্য সেনাসদস্যরা। 

অমর একুশে উপলক্ষে ১২টি দেশের শতাধিক বিদেশির সামনে মালির গুন্দাম ক্যাম্পে বাংলাদেশের ভাষা আন্দোলন, ভাষাশহীদদের নিয়ে আলোচনাসহ আফ্রিকার বিভিন্ন দেশের ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান প্রদর্শন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভাষাশহীদদের রুহের মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করা হয়। 

এর আগে মালির স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ সময় রাত ১২টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিটিভির সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানটি মালিতে দেখানোর ব্যবস্থা করা হয়। বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে বসে অনুষ্ঠানটি দেখেন বিএএনএফপিইউ--এর কমান্ডারসহ সব সদস্য। গুন্দামে কর্মরত বাংলাদেশ পুলিশের সদস্যদের পাশাপাশি ইউনাইটেড ন্যাশনস পুলিশের সদস্য ও আইভরি কোস্টের সেনাসদস্যরা বাংলাদেশের ভাষার ইতিহাস শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন। 

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯