হোম > বিশ্ব > আফ্রিকা

সুদানে বিবিসির ৩ সাংবাদিক গ্রেপ্তার

সুদানে সেনা অভ্যুত্থানবিরোধী আন্দোলনের খবর সংগ্রহের সময় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তিন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার তাঁদের গ্রেপ্তার করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে যে, আরবি পরিষেবায় কাজ করা সাংবাদিকদের খার্তুমের একটি অজানা স্থানে নিয়ে যাওয়া হয়। কর্তৃপক্ষ সোমবার গভীর রাতেই তিন সাংবাদিককে মুক্তি দেয়। 

এ নিয়ে সুদান সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

গতকাল সোমবার হাজার হাজার গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা খার্তুম ও ওমদুরমানসহ পুরো দেশে মিছিল করেছে। 

মানবাধিকারকর্মী নাজিম সিরাগ বলেন, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাইভ গোলাবারুদ, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর দিকে পাথর নিক্ষেপ করছে। 

সিরাগ বলেন, প্রায় ২০০ আন্দোলনকারী আহত হয়েছেন। তবে মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

গত ২৫ অক্টোবর প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদোককে উৎখাত করে ক্ষমতা নেয় দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে সেনা অভ্যুত্থানবিরোধী আন্দোলন চলছে। 

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯