হোম > বিশ্ব > আফ্রিকা

মাসে একবার গোসল করায় স্বামীকে তালাক দিতে আদালতে স্ত্রী 

নিয়মিত গোসল করেন না স্বামী। আর এ নিয়ে বিরক্ত হয়ে স্বামীকে তালাক দিতে আদালতের দ্বারস্থ হয়েছেন মিসরের এক নারী। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

স্বামীকে জঘন্য উল্লেখ করে ওই নারী আদালতকে জানান, তিন বছর আগে রীতি অনুযায়ী তাঁদের বিয়ে হয়। কিন্তু ওই সময় তিনি বুঝতে পারেননি কারণ তাঁর স্বামী বিয়ের আংটি পরানোর পর যখনই তাঁর সঙ্গে দেখা করতে গেছেন তখন পরিষ্কার-পরিচ্ছন্ন কাপড়ে গেছেন। তবে বিয়ের পরই সমস্যা শুরু হয়।

ওই নারীর অভিযোগ, তাঁর স্বামী মাসে একবার গোসল করে। সেই সঙ্গে নিয়মিত দাঁত ব্রাশও করেন না। 

 ওই নারী বলেন, প্রথমে আমি তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন নিয়ে বলতে বিব্রত বোধ করতাম। ব্যাপারগুলো পরে আরও খারাপ হয়েছে। আমি তাকে তার ব্যক্তিগত স্বাস্থ্যবিধির প্রতি যত্ন নেওয়ার জন্য অনুরোধ করি কিন্তু কোনো লাভ হয়নি। এ ছাড়া সে শুধুমাত্র আমার বেতনের ওপর নির্ভর করে। সব মিলিয়ে আমি তাঁকে তালাক দিতে চাই। 

এই মামলার রায় এখনো দেননি আদালত। নারীর এই অভিযোগ খতিয়ে দেখার পরই রায় দেওয়া হবে বলে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে। 

মিসরে সেনাবাহিনীর কবজায় বিপুল নগদ অর্থ, ঋণ সংকটেও সহায়তায় নারাজ

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত