হোম > বিশ্ব > আফ্রিকা

হাইতির প্রেসিডেন্ট হত্যাকাণ্ডে প্রধানমন্ত্রীকে জড়ানোয় চিফ প্রসিকিউটর বরখাস্ত

হাইতির চিফ প্রসিকিউটর বেড-ফোর্ড ক্লাউডকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি। ৭ জুলাই প্রেসিডেন্ট জোভেনেল মোইস হত্যাকাণ্ডে প্রধানমন্ত্রী হেনরির জড়িত থাকার অভিযোগ আনতে বলায় প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত জানান। জার্মান গণমাধ্যম ডয়েসে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

পাবলিক প্রসিকিউটর বিচারক গ্যারি অরেলিয়েনকে পাঠানো এক চিঠিতে চিফ প্রসিকিউটর বলেছিলেন, প্রেসিডেন্ট মোইস হত্যাকাণ্ডে 'হেনরির বিরুদ্ধে মামলা করার জন্য এবং সরাসরি অভিযোগ আনার জন্য যথেষ্ট আপত্তিমূলক উপাদান রয়েছে'। হেনরির ফোন রেকর্ডের বরাত দিয়ে প্রসিকিউটর দুই পৃষ্ঠার এক প্রতিবেদনে বলেছিলেন যে, হত্যাকাণ্ডের রাতে মোইস হত্যার মূল সন্দেহভাজনের সঙ্গে যোগাযোগ করেছিল হেনরি। 

ঘটনার দিন ভোররাত ৪টা ৩ মিনিট এবং ৪টা ২০ মিনিটে প্রধান সন্দেহভাজন জোসেফের সঙ্গে প্রধানমন্ত্রী হেনরির কথা হয়েছিল। এ সময় জোসেফের অবস্থান প্রেসিডেন্ট মোইসের বাসার কাছাকাছি ছিল। সেই সন্দেহভাজন, বিচার বিভাগের একজন প্রাক্তন কর্মকর্তাকে প্রধানমন্ত্রী হেনরি প্রকাশ্যে রক্ষা করেছিলেন এবং তিনি বর্তমানে পলাতক রয়েছেন বলেও ক্লাউড উল্লেখ করেন। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের পরামর্শও দেন এ প্রসিকিউটর। 

এর জবাবে মঙ্গলবার বেড-ফোর্ড ক্লাউডকে একটি প্রকাশ্য চিঠি দেন। চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, 'আমি আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার পদটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে'। 
 
প্রসঙ্গত, ৭ জুলাই হাইতির রাজধানীর ওপরে পাহাড়ে প্রেসিডেন্ট মোইসের ব্যক্তিগত বাসভবনে হামলার পর তাঁকে গুলি করে হত্যা করা হয়, যা দরিদ্র দেশটিকে অশান্তির গভীরে ডুবিয়ে দেয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১৮ জন কলম্বিয়ান এবং দুজন মার্কিন নাগরিক। 

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের