হোম > বিশ্ব > আফ্রিকা

হাইতির প্রেসিডেন্ট হত্যাকাণ্ডে প্রধানমন্ত্রীকে জড়ানোয় চিফ প্রসিকিউটর বরখাস্ত

হাইতির চিফ প্রসিকিউটর বেড-ফোর্ড ক্লাউডকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি। ৭ জুলাই প্রেসিডেন্ট জোভেনেল মোইস হত্যাকাণ্ডে প্রধানমন্ত্রী হেনরির জড়িত থাকার অভিযোগ আনতে বলায় প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত জানান। জার্মান গণমাধ্যম ডয়েসে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

পাবলিক প্রসিকিউটর বিচারক গ্যারি অরেলিয়েনকে পাঠানো এক চিঠিতে চিফ প্রসিকিউটর বলেছিলেন, প্রেসিডেন্ট মোইস হত্যাকাণ্ডে 'হেনরির বিরুদ্ধে মামলা করার জন্য এবং সরাসরি অভিযোগ আনার জন্য যথেষ্ট আপত্তিমূলক উপাদান রয়েছে'। হেনরির ফোন রেকর্ডের বরাত দিয়ে প্রসিকিউটর দুই পৃষ্ঠার এক প্রতিবেদনে বলেছিলেন যে, হত্যাকাণ্ডের রাতে মোইস হত্যার মূল সন্দেহভাজনের সঙ্গে যোগাযোগ করেছিল হেনরি। 

ঘটনার দিন ভোররাত ৪টা ৩ মিনিট এবং ৪টা ২০ মিনিটে প্রধান সন্দেহভাজন জোসেফের সঙ্গে প্রধানমন্ত্রী হেনরির কথা হয়েছিল। এ সময় জোসেফের অবস্থান প্রেসিডেন্ট মোইসের বাসার কাছাকাছি ছিল। সেই সন্দেহভাজন, বিচার বিভাগের একজন প্রাক্তন কর্মকর্তাকে প্রধানমন্ত্রী হেনরি প্রকাশ্যে রক্ষা করেছিলেন এবং তিনি বর্তমানে পলাতক রয়েছেন বলেও ক্লাউড উল্লেখ করেন। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের পরামর্শও দেন এ প্রসিকিউটর। 

এর জবাবে মঙ্গলবার বেড-ফোর্ড ক্লাউডকে একটি প্রকাশ্য চিঠি দেন। চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, 'আমি আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার পদটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে'। 
 
প্রসঙ্গত, ৭ জুলাই হাইতির রাজধানীর ওপরে পাহাড়ে প্রেসিডেন্ট মোইসের ব্যক্তিগত বাসভবনে হামলার পর তাঁকে গুলি করে হত্যা করা হয়, যা দরিদ্র দেশটিকে অশান্তির গভীরে ডুবিয়ে দেয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১৮ জন কলম্বিয়ান এবং দুজন মার্কিন নাগরিক। 

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর