হোম > বিশ্ব > আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্তের পর ফাইজারের কার্যকারিতা কমেছে

দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্তের পর ফাইজারের টিকার কার্যকারিতা আগের তুলনায় কমে গেছে বলে এক গবেষণায় উঠে এসেছে। গতকাল মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বৃহত্তম বেসরকারি স্বাস্থ্য বিমা প্রশাসক ও ডিসকভারি হেলথের এক গবেষণায় এ তথ্য প্রকাশিত হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

গবেষণায় দেখা গেছে, গত ১৫ নভেম্বর থেকে ৭ ডিসেম্বরের মধ্যে যাঁরা ফাইজারের দুই ডোজ টিকা নিয়েছেন, তাঁদের হাসপাতালে ভর্তি এড়ানোর সম্ভাবনা ৯৩ শতাংশ থেকে কমে ৭০ শতাংশে নেমে গেছে। এ ছাড়া আগে ফাইজারের টিকা নেওয়ার পর করোনায় আক্রান্তের ঝুঁকি থেকে ৮০ ভাগ সুরক্ষা ছিল। কিন্তু বর্তমানে সেটি নেমে ৩৩ শতাংশে দাঁড়িয়েছে। 

ল্যাবে গবেষণায় দেখা গেছে, করোনার ওমিক্রন ধরনের কার্যকারিতা হ্রাস করার ক্ষমতা ফাইজারের টিকার কমে গেছে। এই গবেষণার ফলাফলগুলো দক্ষিণ আফ্রিকার মেডিকেল রিসার্চ কাউন্সিলের সহযোগিতায় ডিসকভারির ক্লিনিক্যাল গবেষণা এবং অ্যাকচুয়ারিয়াল টিমের বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। 

উল্লেখ্য, করোনার নতুন ধরন ওমিক্রন প্রথম শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। পরে তা বিশ্বের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ওমিক্রন নিয়ে খুব দ্রুতই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। অন্যথায় কমিউনিটি ট্রান্সমিশন হলে ডেলটাকেও ছাড়িয়ে যাবে ওমিক্রন। 

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯