হোম > বিশ্ব > আফ্রিকা

মালির সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বন্দিদশা থেকে মুক্তি

পশ্চিম আফ্রিকার দেশ মালির প্রাক্তন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বাহ এনডাউ এবং প্রধানমন্ত্রী মোক্তার ওউয়ানকে গৃহ বন্দিদশা থেকে মুক্তি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার আদালত তাঁদের মুক্তির নির্দেশ দেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

পশ্চিম আফ্রিকার রাজ্যগুলোর অর্থনৈতিক সম্প্রদায় (ইসিওডাব্লিউএএস) এর এক বিবৃতিতে বলা হয়, মালির প্রাক্তন নেতাদের ওপর থেকে 'সমস্ত বিধিনিষেধ' তুলে নেওয়া হয়েছে। এ পদক্ষেপকে 'স্বাগত' জানায় তাঁরা। 

২০২০ সালের আগস্টে সামরিক অভ্যুত্থানের পর এদের অন্তর্বর্তীকালীন বেসামরিক নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে মালিকে বেসামরিক শাসনের দিকে পরিচালিত করার অভিযোগ তুলেছিল সামরিক বাহিনী। তবে মে মাসে সরকারে একটি সংবেদনশীল রদবদল হয়। মালির শক্তিশালী কর্নেল আসিমি গোইতা দ্বিতীয় অভ্যুত্থান করে এনডাউ এবং ওউয়ানকে ক্ষমতাচ্যুত করেন। পরে গোইতাকে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। 

এ ঘটনার পর থেকেই এনডাউ এবং ওউয়ানকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে অভিযোগ করে আসছিলেন তাঁদের সহযোগীরা। গতকাল থেকে এই বন্দিদশার থেকে মুক্তি মিলল। এখন থেকে তাঁরা সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রী হিসেবে প্রাপ্য সমস্ত অধিকার ভোগ করতে পারবেন। 

ইসিওডাব্লিউএএস আদালত সম্প্রতি মালির কাছে এই দুই নেতাকে পদচ্যুত করার ব্যাখ্যা চেয়েছিল। এই আদালতে আপিলের ধারাবাহিকতায় এ দুই নেতার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। 

মে মাসে বরখাস্ত হওয়ার পর থেকে এনডাউ বা ওউয়ান কেউই প্রকাশ্যে কথা বলেননি। অন্যদিকে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি গোইতা। তবে মালি জুড়ে ব্যাপক সহিংসতার মাঝে সরকার এত অল্প সময়ের মধ্যে নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ বিশেষজ্ঞদের। 

প্রসঙ্গত, সরকার ২০১২ সাল থেকে উত্তরাঞ্চলে জিহাদি বিদ্রোহ দমনের জন্য সংগ্রাম করছে। এ সংগ্রাম দেশের কেন্দ্রে এবং প্রতিবেশী বুর্কিনা ফাসো এবং নাইজারে ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন কয়েক হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক।

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯