হোম > বিশ্ব > আফ্রিকা

মালির সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বন্দিদশা থেকে মুক্তি

পশ্চিম আফ্রিকার দেশ মালির প্রাক্তন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বাহ এনডাউ এবং প্রধানমন্ত্রী মোক্তার ওউয়ানকে গৃহ বন্দিদশা থেকে মুক্তি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার আদালত তাঁদের মুক্তির নির্দেশ দেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

পশ্চিম আফ্রিকার রাজ্যগুলোর অর্থনৈতিক সম্প্রদায় (ইসিওডাব্লিউএএস) এর এক বিবৃতিতে বলা হয়, মালির প্রাক্তন নেতাদের ওপর থেকে 'সমস্ত বিধিনিষেধ' তুলে নেওয়া হয়েছে। এ পদক্ষেপকে 'স্বাগত' জানায় তাঁরা। 

২০২০ সালের আগস্টে সামরিক অভ্যুত্থানের পর এদের অন্তর্বর্তীকালীন বেসামরিক নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে মালিকে বেসামরিক শাসনের দিকে পরিচালিত করার অভিযোগ তুলেছিল সামরিক বাহিনী। তবে মে মাসে সরকারে একটি সংবেদনশীল রদবদল হয়। মালির শক্তিশালী কর্নেল আসিমি গোইতা দ্বিতীয় অভ্যুত্থান করে এনডাউ এবং ওউয়ানকে ক্ষমতাচ্যুত করেন। পরে গোইতাকে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। 

এ ঘটনার পর থেকেই এনডাউ এবং ওউয়ানকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে অভিযোগ করে আসছিলেন তাঁদের সহযোগীরা। গতকাল থেকে এই বন্দিদশার থেকে মুক্তি মিলল। এখন থেকে তাঁরা সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রী হিসেবে প্রাপ্য সমস্ত অধিকার ভোগ করতে পারবেন। 

ইসিওডাব্লিউএএস আদালত সম্প্রতি মালির কাছে এই দুই নেতাকে পদচ্যুত করার ব্যাখ্যা চেয়েছিল। এই আদালতে আপিলের ধারাবাহিকতায় এ দুই নেতার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। 

মে মাসে বরখাস্ত হওয়ার পর থেকে এনডাউ বা ওউয়ান কেউই প্রকাশ্যে কথা বলেননি। অন্যদিকে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি গোইতা। তবে মালি জুড়ে ব্যাপক সহিংসতার মাঝে সরকার এত অল্প সময়ের মধ্যে নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ বিশেষজ্ঞদের। 

প্রসঙ্গত, সরকার ২০১২ সাল থেকে উত্তরাঞ্চলে জিহাদি বিদ্রোহ দমনের জন্য সংগ্রাম করছে। এ সংগ্রাম দেশের কেন্দ্রে এবং প্রতিবেশী বুর্কিনা ফাসো এবং নাইজারে ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন কয়েক হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক।

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই