হোম > বিশ্ব > আফ্রিকা

চোখ আর ত্বকই কাল হয়েছিল মেয়েটির

আজকের পত্রিকা ডেস্ক­

নিখোঁজ হওয়া ছয় বছরের শিশু জশলিন স্মিথ। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের সালদানাহ শহর থেকে নিখোঁজ হওয়া ছয় বছরের শিশু জশলিন স্মিথ-এর মামলায় আদালত তাঁর মা কেলি স্মিথ সহ তিনজনকে দোষী সাব্যস্ত করেছে। নিজের মেয়েকে অপহরণ ও পাচারের অভিযোগে কেলি স্মিথকে আজীবন কারাদণ্ড দিয়েছেন উচ্চ আদালত।

বৃহস্পতিবার স্কাই নিউজ জানিয়েছে, ২০২৩ সালে নিখোঁজ হওয়া শিশুটির কোনো খোঁজ আজও পাওয়া যায়নি। তদন্তে উঠে আসে, মা কেলি স্মিথ তাঁর মেয়েকে একজন সংগোমার (দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যবাহী চিকিৎসক বা জাদু চিকিৎসক) কাছে বিক্রি করেছিলেন। দাম নেওয়া হয়েছিল ২০ হাজার র‍্যান্ড (প্রায় ১ লাখ ৩৮ হাজার টাকা)।

আদালতে এক সাক্ষী জানান, কেলি স্মিথ বলেছিলেন, মেয়েটিকে চাওয়া হয়েছিল তার চোখ ও ত্বকের কারণে। প্রসিকিউশনের ভাষ্যমতে, কেলি শুধু জশলিন নয়, তাঁর অন্য দুই সন্তানকেও ভবিষ্যতে বিক্রি করার পরিকল্পনা করেছিলেন।

এই অপরাধে কেলির প্রেমিক জ্যাকুইন অ্যাপোলিস ও তাদের বন্ধু স্টিভেনো ভ্যান রেইনকেও দোষী সাব্যস্ত করে একই ধরনের শাস্তি দেওয়া হয়েছে। তাঁরা তিনজনই মাদকের নেশায় আসক্ত ছিলেন বলে জানা যায়। তবে বিচারপতি নাথান এরাসমাস রায়ে বলেন, ‘মাদক গ্রহণ কোনোভাবেই এ ধরনের ভয়াবহ অপরাধের পেছনে অজুহাত হতে পারে না। এই মামলায় এমন কিছু পাইনি, যা কম শাস্তি দেওয়ার যৌক্তিকতা তৈরি করে।’

জশলিন নিখোঁজ হওয়ার পর শুরুতে কেলি স্মিথ গণমাধ্যম ও প্রতিবেশীদের সহানুভূতি পেয়েছিলেন। অনেকে তাঁর পাশে দাঁড়িয়ে মেয়েকে খুঁজতেও সাহায্য করেছিলেন। কিন্তু পরে তদন্তে বেরিয়ে আসে ভয়ংকর সত্য।

শিশুটি কোথায়, সে বেঁচে আছে কি না—তা আজও অজানাই থেকে গেছে।

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের

সোনা খুঁজতে গিয়েছিল দুই কিশোর, খনি ধসে চাপা পড়ে হলো মৃত্যু

বেনিনে সামরিক অভ্যুত্থান ঠেকিয়ে দিল সরকার অনুগত সেনারা

দক্ষিণ আফ্রিকায় হোস্টেলে ঢুকে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১১

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান