হোম > বিশ্ব > আফ্রিকা

চোখ আর ত্বকই কাল হয়েছিল মেয়েটির

আজকের পত্রিকা ডেস্ক­

নিখোঁজ হওয়া ছয় বছরের শিশু জশলিন স্মিথ। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের সালদানাহ শহর থেকে নিখোঁজ হওয়া ছয় বছরের শিশু জশলিন স্মিথ-এর মামলায় আদালত তাঁর মা কেলি স্মিথ সহ তিনজনকে দোষী সাব্যস্ত করেছে। নিজের মেয়েকে অপহরণ ও পাচারের অভিযোগে কেলি স্মিথকে আজীবন কারাদণ্ড দিয়েছেন উচ্চ আদালত।

বৃহস্পতিবার স্কাই নিউজ জানিয়েছে, ২০২৩ সালে নিখোঁজ হওয়া শিশুটির কোনো খোঁজ আজও পাওয়া যায়নি। তদন্তে উঠে আসে, মা কেলি স্মিথ তাঁর মেয়েকে একজন সংগোমার (দক্ষিণ আফ্রিকার ঐতিহ্যবাহী চিকিৎসক বা জাদু চিকিৎসক) কাছে বিক্রি করেছিলেন। দাম নেওয়া হয়েছিল ২০ হাজার র‍্যান্ড (প্রায় ১ লাখ ৩৮ হাজার টাকা)।

আদালতে এক সাক্ষী জানান, কেলি স্মিথ বলেছিলেন, মেয়েটিকে চাওয়া হয়েছিল তার চোখ ও ত্বকের কারণে। প্রসিকিউশনের ভাষ্যমতে, কেলি শুধু জশলিন নয়, তাঁর অন্য দুই সন্তানকেও ভবিষ্যতে বিক্রি করার পরিকল্পনা করেছিলেন।

এই অপরাধে কেলির প্রেমিক জ্যাকুইন অ্যাপোলিস ও তাদের বন্ধু স্টিভেনো ভ্যান রেইনকেও দোষী সাব্যস্ত করে একই ধরনের শাস্তি দেওয়া হয়েছে। তাঁরা তিনজনই মাদকের নেশায় আসক্ত ছিলেন বলে জানা যায়। তবে বিচারপতি নাথান এরাসমাস রায়ে বলেন, ‘মাদক গ্রহণ কোনোভাবেই এ ধরনের ভয়াবহ অপরাধের পেছনে অজুহাত হতে পারে না। এই মামলায় এমন কিছু পাইনি, যা কম শাস্তি দেওয়ার যৌক্তিকতা তৈরি করে।’

জশলিন নিখোঁজ হওয়ার পর শুরুতে কেলি স্মিথ গণমাধ্যম ও প্রতিবেশীদের সহানুভূতি পেয়েছিলেন। অনেকে তাঁর পাশে দাঁড়িয়ে মেয়েকে খুঁজতেও সাহায্য করেছিলেন। কিন্তু পরে তদন্তে বেরিয়ে আসে ভয়ংকর সত্য।

শিশুটি কোথায়, সে বেঁচে আছে কি না—তা আজও অজানাই থেকে গেছে।

এবার মার্কিন নাগরিক প্রবেশে নিষেধাজ্ঞা দিল আফ্রিকার কিছু দেশ, কিন্তু কেন

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯