হোম > বিশ্ব > আফ্রিকা

নাইজারে সেনাবাহিনীর ওপর হামলার দায় স্বীকার করল আইএস

নাইজারে বোমা হামলায় দেশটির সেনাবাহিনীর ২৩ কর্মকর্তা ও সেনা নিহত হওয়ার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ২০ মার্চ নাইজারের তিলাবেরি অঞ্চলে সন্ত্রাসী হামলায় অন্তত ২৩ জন নিহত হয়।

গত শনিবার ইসলামিক স্টেটের নিজস্ব বার্তা সংস্থা ‘আমাক’ এক বিবৃতিতে দায় স্বীকার করেছে। বিবৃতিটি প্রকাশিত হয়েছে সামাজিক মাধ্যম টেলিগ্রামে। সেখানে আইএস জানায়, ২০ মার্চ নাইজারের পশ্চিমাঞ্চলে অবস্থিত তিলাবেরি অঞ্চলের তেগুয়ে শহরের কাছে সংগঠিত হামলায় তাদের হাত আছে।

গত বৃহস্পতিবার নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিলাবেরিতে সন্ত্রাসী হামলায় ২৩ সেনাসদস্য নিহত ও ১৭ জনের বেশি আহত হয়েছে। তিনি আরও জানান, এ সময় পাল্টা বন্দুক হামলায় ৩০ হামলাকারীও নিহত হয়েছে।

ঘটনার দিন, নাইজার সৈন্যরা বিদ্রোহকবলিত তিলাবেরি অঞ্চলে একটি অভিযান শেষে ব্যারাকে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় শতাধিক সশস্ত্র ব্যক্তি আধুনিক বিস্ফোরক ও আত্মঘাতী বোমাসহ সেনাদের ছাউনিতে আঘাত হানে।

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ১২ বছর ধরে ইসলামপন্থী বিদ্রোহ ছড়িয়ে পড়েছে। এই বিদ্রোহীরা মূল মালি থেকে আসা। দেশটি দীর্ঘদিন ধরেই এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। এর ফলে দেশটিতে হাজার হাজার মানুষকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের নির্দেশ ট্রাম্পের, নেপথ্যে সুদানকেন্দ্রিক আরব বিশ্বের নয়া ভূরাজনীতি

নামিবিয়ার নির্বাচনে আবারও জয়ী ‘অ্যাডলফ হিটলার’

রাশিয়ার হয়ে যুদ্ধে ১৭ যুবককে প্ররোচনার অভিযোগ—জ্যাকব জুমার মেয়ের পদত্যাগ

ভোটে পরাজয় টের পেয়ে গিনি বিসাউয়ের প্রেসিডেন্টই কি ঘটালেন সামরিক অভ্যুত্থান

গিনি বিসাউয়ে সামরিক অভ্যুত্থান, সেনাবাহিনীর ক্ষমতা দখল, প্রেসিডেন্ট বন্দী

এল-ফাশেরে ৩ দিনে ২৭ হাজার মানুষকে হত্যা করেছে আরএসএফ: দারফুরের গভর্নর

১০ হাজার বছর পর জেগেছে ইথিওপিয়ার আগ্নেয়গিরি, ভারতের দিকে ধেয়ে আসছে ছাই

সিয়েরা লিওনে কালো জাদুর নামে নরবলি, নেপথ্যে ক্ষমতার নেশা

দারফুরের করদোফানে আরএসএফকে ঠেলে এগিয়ে যাচ্ছে সুদানি সেনাবাহিনী

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের ৩ শতাধিক শিক্ষার্থীকে অপহরণ