হোম > বিশ্ব > আফ্রিকা

নাইজারে সেনাবাহিনীর ওপর হামলার দায় স্বীকার করল আইএস

নাইজারে বোমা হামলায় দেশটির সেনাবাহিনীর ২৩ কর্মকর্তা ও সেনা নিহত হওয়ার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ২০ মার্চ নাইজারের তিলাবেরি অঞ্চলে সন্ত্রাসী হামলায় অন্তত ২৩ জন নিহত হয়।

গত শনিবার ইসলামিক স্টেটের নিজস্ব বার্তা সংস্থা ‘আমাক’ এক বিবৃতিতে দায় স্বীকার করেছে। বিবৃতিটি প্রকাশিত হয়েছে সামাজিক মাধ্যম টেলিগ্রামে। সেখানে আইএস জানায়, ২০ মার্চ নাইজারের পশ্চিমাঞ্চলে অবস্থিত তিলাবেরি অঞ্চলের তেগুয়ে শহরের কাছে সংগঠিত হামলায় তাদের হাত আছে।

গত বৃহস্পতিবার নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিলাবেরিতে সন্ত্রাসী হামলায় ২৩ সেনাসদস্য নিহত ও ১৭ জনের বেশি আহত হয়েছে। তিনি আরও জানান, এ সময় পাল্টা বন্দুক হামলায় ৩০ হামলাকারীও নিহত হয়েছে।

ঘটনার দিন, নাইজার সৈন্যরা বিদ্রোহকবলিত তিলাবেরি অঞ্চলে একটি অভিযান শেষে ব্যারাকে ফেরার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় শতাধিক সশস্ত্র ব্যক্তি আধুনিক বিস্ফোরক ও আত্মঘাতী বোমাসহ সেনাদের ছাউনিতে আঘাত হানে।

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ১২ বছর ধরে ইসলামপন্থী বিদ্রোহ ছড়িয়ে পড়েছে। এই বিদ্রোহীরা মূল মালি থেকে আসা। দেশটি দীর্ঘদিন ধরেই এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। এর ফলে দেশটিতে হাজার হাজার মানুষকে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় ঐতিহ্যবাহী গণখতনা, সংক্রমণ ও পানিশূন্যতায় মৃত্যু ৪১

ইসরায়েল কেন প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিল

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি—‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা দিয়ে প্রত্যাহারের দাবি সোমালিয়ার

নাইজেরিয়ায় হামলা: ‘বড়দিনের উপহার’ বলে উদ্‌যাপন ট্রাম্প প্রশাসনের, স্থানীয়রা বলছেন—‘কখনো আইএস দেখিনি’

প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ইসরায়েল

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় মার্কিন বাহিনীর হামলা

ফরাসি ঔপনিবেশিক শাসনকে ‘অপরাধ’ গণ্য করে আলজেরিয়ায় আইন পাস

নাইজেরিয়ায় ক্যাথলিক স্কুলের অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী মুক্ত

এবার জোহানেসবার্গের পানশালায় বন্দুকধারীদের গুলি, নিহত ৯

সুদানে যোদ্ধা পাঠাচ্ছে আরব আমিরাতের ঠিকাদার, ট্রাম্প নিষেধাজ্ঞা দিলেন কলম্বিয়ানদের