হোম > স্বাস্থ্য

হাড় ভাঙা প্রশ্নের জবাব

ডা. মোহাম্মদ ইফতেখার আলম

যেকোনো সময় শরীরের যেকোনো অংশের হাড় ভাঙতে বা মচকাতে পারে। এর চিকিৎসার ক্ষেত্রে ভুল করার সুযোগ নেই। তাতে দীর্ঘ মেয়াদে হাড়ের ক্ষতিসহ চিকিৎসা জটিল হয়ে যেতে পারে। হাড় ভাঙার ক্ষেত্রে কিছু সাধারণ প্রশ্নের উত্তর জানা থাকলে চিকিৎসা-প্রক্রিয়া সহজ হবে।

শিশুদের হাড় এমনি এমনি জোড়া লেগে যায়। এর জন্য কোনো চিকিৎসার দরকার নেই।
এটি ভুল ধারণা। শিশুদের হাড় জোড়া লাগার প্রবণতা বড়দের তুলনায় অনেক বেশি। ফলে বেশির ভাগ ক্ষেত্রে তাদের তেমন কোনো অপারেশনের প্রয়োজন হয় না। কিন্তু সঠিকভাবে প্লাস্টার করে চিকিৎসা না করলে পরিণাম ভয়াবহ হতে পারে।

আঘাতজনিত ব্যথায় বরফ পানি, নাকি গরম পানি উপকারী?
বরফ পানি উপকারী। অবশ্যই যেকোনো আঘাতের পর প্রথম কিছুদিন বরফ পানি ব্যবহার করতে হবে। এতে আঘাতজনিত ফোলা কমবে এবং আঘাতের স্থানে রক্ত জমাট বাঁধবে না।

কোনো ধরনের আঘাতের পর হাড় ভেঙে গেছে সন্দেহ হলে, টেনে সোজা করার চেষ্টা করা উচিত?
না। হাড় ভেঙেছে সন্দেহ হলে কোনোভাবেই সে অংশ টানাটানি বা মালিশ করা উচিত নয়; বরং ভাঙা হাড় যাতে নড়াচড়া করতে না পারে, তার জন্য শক্ত কোনো কিছুর সাপোর্ট দিতে হবে। এরপর যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। হাড়ে সাপোর্ট দেওয়ার কারণে ভাঙা জায়গার আশপাশে রক্তক্ষরণের আশঙ্কা অনেকাংশে কমে যায় এবং রোগী ব্যথা কম অনুভব করে।

হাড় ভাঙা সমস্যায় কবিরাজি ও ঝাড়ফুঁক কি বিজ্ঞানসম্মত?
অবশ্যই না। যেকোনো হাড় ভাঙায় সঠিকভাবে এক্স-রে করাতে হবে। তারপর হাড়ের অবস্থা দেখে সে অনুযায়ী প্লাস্টার অথবা অপারেশনের মাধ্যমে যত দ্রুত সম্ভব হাড় আগের অবস্থায় এনে চিকিৎসা করাতে হবে। নইলে পরবর্তী সময়ে সেই ভাঙা হাড় বাঁকাভাবে জোড়া লাগতে পারে অথবা জোড়া না-ও লাগতে পারে। এতে সেই হাড় আগের অবস্থার মতো কর্মক্ষম থাকবে না এবং পরে এর  চিকিৎসা হবে জটিলতর।

হাঁটতে গিয়ে যেকোনোভাবে পা মচকে গেলে সে ক্ষেত্রে প্লাস্টার করা কি জরুরি, নাকি ক্রেপ ব্যান্ডেজ ব্যবহারই যথেষ্ট? 
যদি পা মচকানোর পর ফুলে যায় এবং প্রচণ্ড ব্যথা থাকে, সে ক্ষেত্রে প্লাস্টার করে দুই সপ্তাহ বিশ্রামে থাকা জরুরি।

লেখক: অর্থোপেডিক অ্যান্ড ট্রমা সার্জন, সহকারী অধ্যাপক, আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

ওজন কমাতে অনুপ্রেরণা ধরে রাখবেন যেভাবে

শীতে থাইরয়েড রোগীরা যা করবেন

সবজির পুষ্টিগুণ পাওয়ার সঠিক উপায়

ঝাঁকির কারণে শিশুর মস্তিষ্কে আঘাত

কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে

প্রতিস্থাপনে শূকরের অঙ্গ একদিন মানব অঙ্গের চেয়ে উন্নত হতে পারে: বিশেষজ্ঞ

কিডনি রোগীর বন্ধু কামরুল

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শীতে খিচুড়ি কেন খাবেন

এই শীতে কেন খাবেন তেজপাতা ও লবঙ্গ চা