হোম > স্বাস্থ্য

গলায় মাছের কাঁটা আটকালে যা করবেন

ডেস্ক রিপোর্ট

দাদি-নানিরা বলেন, গলায় মাছের কাঁটা আটকে গেলে বিড়ালের পা ধরলে নাকি কাঁটা বের হয়ে আসে! আমরা সবাই জানি, এটা একটা দুষ্টুমি। কিন্তু গলায় কাঁটা বেঁধাটা মোটেও হালকাভাবে নেওয়া যায় না। তাই কাঁটা বিঁধলে আসলে কোন পদ্ধতিতে সহজে ও নিরাপদে সেটা বের করে ফেলা সম্ভব, সে-সম্পর্কে জানতে হবে। আবার এমন কিছু পদ্ধতিও আছে যা প্রচলিত হলেও ঠিক নয়।

মাছের কাঁটা সাধারণত গলার টনসিলে আটকায়। মাছের কাঁটা গলায় আটকালে প্রথমে আয়নার সামনে গিয়ে বড় হাঁ করে কাঁটার অবস্থান দেখার চেষ্টা করতে হবে। যদি কাঁটাটা দেখা যায়, তাহলে চেষ্টা করতে হবে, সেটা নিজের হাতে বের করার। এভাবে না হলে জোরে কাশি দিয়ে কিংবা মুখে জোরে জোরে শব্দ করে কাঁটা বের করার চেষ্টা করতে হবে।

অনেকেই গলায় কাঁটা আটকালে শুকনো ভাত বা কলা খেতে কিংবা গলায় চাপ দিতে বলে থাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটা ভুল পদ্ধতি। গলায় কাঁটা বিঁধলে সঙ্গে সঙ্গে কোনো কিছু গেলা ও খাওয়া বন্ধ করতে হবে।

গলায় কাঁটা বিঁধলে পানি দিয়ে বারবার গড়গড়া করতে হবে। গড়গড়ার সঙ্গেই সেটি বের হয়ে আসার সম্ভাবনা বেশি থাকে।

কাঁটা মাংসের ভেতরে ঢুকে গেলে চিন্তার কোনো কারণ নেই। মানবদেহের ইমিউন সিস্টেম কাঁটা ধ্বংস করে ফেলে।

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শীতে খিচুড়ি কেন খাবেন

এই শীতে কেন খাবেন তেজপাতা ও লবঙ্গ চা

ঘুমের ঘোরে খাওয়া রহস্যময় ও জটিল এক স্বাস্থ্য সমস্যা

যে ছয় কারণে দীর্ঘস্থায়ী শুকনো কাশি হয়

ঠান্ডার সময় ব্যায়াম শুরু করার আগে

ভারতে চিকিৎসকদের জন্য হাতে প্রেসক্রিপশন লেখার নতুন নিয়ম

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি: অর্থায়ন বন্ধে যক্ষ্মা বিস্তারের শঙ্কা

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

শীতে যেসব খাবার মন শান্ত রাখবে