হোম > স্বাস্থ্য

ঈদের ছুটিতে রোগীদের খোঁজখবর নেন বিএসএমএমইউর প্রোভিসি ডা. আতিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পবিত্র ঈদুল আজহার ছুটির মধ্যেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লক, এইচডিইউ, সাধারণ জরুরি বিভাগ, পথ্য বিভাগ, কার্ডিয়াক ইমার্জেন্সি, ডি–ব্লকে রাউন্ড দেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, সহযোগী অধ্যাপক ডা. মো. নূর-ই-এলাহী মিম, উপপরিচালক (হাসপাতাল) ডা. বেলাল এইচ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান পবিত্র ঈদুল আজহার ছুটির মাঝে রোগীদের চিকিৎসাসেবার যাতে কোনো ঘাটতি না হয়, সে বিষয়ে দিক নির্দেশনা দেন ও খোঁজখবর নেন। রোগীরা যাতে জরুরি পরীক্ষা-নিরীক্ষা সেবা পায়, সে বিষয়েও খোঁজখবর নেন উপ-উপাচার্য। এ ছাড়া পথ্য বিভাগে খাবারের মান ও পরিবেশ পরিস্কার–পরিচ্ছন্নতার বিষয়টিও তিনি যাচাই করেন।

পবিত্র ঈদুল আজহার ছুটির মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনডোর ও সাধারণ জরুরি বিভাগসহ বিভিন্ন জরুরি বিভাগের চিকিৎসাসেবা অব্যাহত রয়েছে। 

আগামীকাল বুধবার বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের বহির্বিভাগসহ সম্পূর্ণরূপে খোলা থাকবে। এ ছাড়া আগামীকাল বুধবার সকালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী ২০২৪ অনুষ্ঠিত হবে।

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি: অর্থায়ন বন্ধে যক্ষ্মা বিস্তারের শঙ্কা

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

শীতে যেসব খাবার মন শান্ত রাখবে

পুরুষ বন্ধ্যত্ব: কারণ, লক্ষণ ও চিকিৎসা

শীতকালীন নানা রোগ থেকে মুক্ত থাকবেন যেভাবে

রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে করণীয়

থাইরয়েড হরমোন কম থাকার লক্ষণ

ওষুধকে ফাঁকি দিতে মরার ভান করে ক্যানসার কোষ—গবেষণায় চমকপ্রদ তথ্য

সাধারণের স্বাস্থ্যসেবা: মিলিয়ে যাচ্ছে ‘সূর্যের হাসি’

ব্লাড ক্যানসার আর মরণব্যাধি নয়, জিন থেরাপিতে অভাবনীয় সাফল্য