হোম > স্বাস্থ্য

পিএনডিতে অক্সিজেন-স্বল্পতা অনুভূত হয়

ডা. তাহমিদা খানম

প্রশ্ন আমার বয়স ২৪ বছর। এক মাস ধরে পায়ের আঙুলের ওপরের দিকে অনেক বেশি চুলকায়। ঘুমের ঘোরে অনেক বেশি করি এ কাজ। চুলকানোর পর নেবানল পাউডার কিংবা ক্রিম লাগালেই কিছুক্ষণ পর জায়গাটা শুকিয়ে চামড়া শক্ত হয়ে ফেটে ফেটে যায়। তখন আরও বেশি কষ্ট হয়। কয়েক দিন ধরে দেখছি, একটি আঙুল বেঁকে যাচ্ছে। এ অবস্থায় কী করতে হবে? 
নাম প্রকাশে অনিচ্ছুক, যশোর

শরীরের অন্য কোনো জায়গায় চুলকানি আছে কি না, উল্লেখ করেননি। আঙুল বেঁকে যাচ্ছে অর্থ কি আঙুলের কোনো গিরা বা জয়েন্টে সমস্যা হচ্ছে? দ্রুত একজন চর্মরোগ বিশেষজ্ঞ দেখাতে পারেন। আমাদের শরীরের কিছু কিছু রোগ আছে, যেগুলো মূলত জয়েন্টের সমস্যা থেকে তৈরি হয়। কিন্তু প্রকাশ পায় কিছু চর্ম সমস্যার মাধ্যমে। তাই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। চিকিৎসকের পরামর্শমতো চলুন।

প্রশ্ন ইদানীং রাতে আমার নিশ্বাস নিতে কষ্ট হয়। ডায়াবেটিসের কারণে একটি ডায়েট করি। এতে আমার অন্য কোনো সমস্যাই হচ্ছে না। মাঝে মাঝে মনে হয় বুকের পাঁজর 
ভেতরে ঢুকে যাচ্ছে। মাঝরাতে মাঝে মাঝেই শ্বাসকষ্ট হচ্ছে। এ অবস্থায় কী করা উচিত। বয়স ৫৫ বছর এবং একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। 
আনিসুর রহমান, রংপুর

আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে কি না, উল্লেখ করেননি। তা ছাড়া অন্য কোনো দীর্ঘমেয়াদি অসুখ, যেমন উচ্চ রক্তচাপ, হার্ট বা কিডনির অসুখ আগে থেকেই 
আছে কি না, সেটাও জানা প্রয়োজন। ডায়াবেটিসের অন্যতম জটিলতা হলো, এই রোগ হার্টের রক্তনালিতে রক্ত চলাচল সীমিত করে দেয়। ফলে হার্টের কার্যক্রম স্বাভাবিকের চেয়ে কম হয়। আপনার যে সমস্যা হচ্ছে, একে চিকিৎসার পরিভাষায় বলে প্যারোক্সিসমাল নকটারনাল ডিসপোনিয়া বা সংক্ষেপে পিএনডি। এ ক্ষেত্রে রোগীদের রাতের বেলায় হঠাৎ দমবন্ধ অনুভূতি হয় এবং অক্সিজেন-স্বল্পতা অনুভব করে। আপনি অতিসত্বর একজন হৃদ্‌রোগ বা মেডিসিন বিশেষজ্ঞ দেখান। 

রেইনবো ডায়েট কী, সুস্বাস্থ্যের জন্য কেন দরকারি

ওজন কমাতে অনুপ্রেরণা ধরে রাখবেন যেভাবে

শীতে থাইরয়েড রোগীরা যা করবেন

সবজির পুষ্টিগুণ পাওয়ার সঠিক উপায়

ঝাঁকির কারণে শিশুর মস্তিষ্কে আঘাত

কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে

প্রতিস্থাপনে শূকরের অঙ্গ একদিন মানব অঙ্গের চেয়ে উন্নত হতে পারে: বিশেষজ্ঞ

কিডনি রোগীর বন্ধু কামরুল

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শীতে খিচুড়ি কেন খাবেন