হোম > স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪০৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ঢাকা ডেঙ্গু ওয়ার্ডে রোগীরা। ছবি: হাসান রাজা

সারা দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৬ জন রোগী। চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫২, আর হাসপাতালে ভর্তি রোগী ১৩ হাজার ৫৯৪ জন।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। তারা জানায়, মারা যাওয়া ব্যক্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, জুলাই মাসের নয় দিনে ডেঙ্গু আক্রান্ত ১০ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুন মাসে, ১৯ জন। মে ও এপ্রিলে যথাক্রমে তিন ও সাতজনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে তিনজন ও জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হয়েছে। তবে মার্চ মাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এ ছাড়াও চলতি মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ২৯৮ জন। জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন এবং জুন মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯৫১ রোগী।

বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগে, ৯৮ জন। এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৬৪ জন, ঢাকা বিভাগে ৬৯ জন, ময়মনসিংহ বিভাগে চারজন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, খুলনা বিভাগে ৩৫ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে পাঁচজন এবং সিলেট বিভাগে দুজন ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩১৭ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৭৪ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯৪৩ জন।

ভারতে চিকিৎসকদের জন্য হাতে প্রেসক্রিপশন লেখার নতুন নিয়ম

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি: অর্থায়ন বন্ধে যক্ষ্মা বিস্তারের শঙ্কা

এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৬.৫৭ শতাংশ

শীতে যেসব খাবার মন শান্ত রাখবে

পুরুষ বন্ধ্যত্ব: কারণ, লক্ষণ ও চিকিৎসা

শীতকালীন নানা রোগ থেকে মুক্ত থাকবেন যেভাবে

রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে করণীয়

থাইরয়েড হরমোন কম থাকার লক্ষণ

ওষুধকে ফাঁকি দিতে মরার ভান করে ক্যানসার কোষ—গবেষণায় চমকপ্রদ তথ্য

সাধারণের স্বাস্থ্যসেবা: মিলিয়ে যাচ্ছে ‘সূর্যের হাসি’