হোম > ফ্যাক্টচেক

ফ্যাক্টচেকিংয়ে আজকের পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এসএসিএমআইডি

বাংলাদেশে গত ফেব্রুয়ারি মাসে ৩০১টি ভুল তথ্য ছড়িয়ে পড়ার ঘটনা দেখেছে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (এসএসিএমআইডি)। ভুল তথ্য শনাক্তকরণে কাজ করা দেশের পাঁচটি ফ্যাক্টচেকিং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানগুলো হলো, রিউমর স্ক্যানার, বুম বাংলাদেশ, ফ্যাক্ট ওয়াচ, ডিসমিস ল্যাব এবং আজকের পত্রিকা। 

গতকাল সোমবার (৪ মার্চ) প্রতিষ্ঠানটি নিজেদের ওয়েবসাইটে এসব তথ্য প্রকাশ করে। এসএসিএমআইডি বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধিত একটি স্বাধীন গণমাধ্যম উন্নয়ন প্রতিষ্ঠান। 

এসএসিএমআইডি জানায়, প্রতিষ্ঠানটি ২০২৩ সালের ১ নভেম্বর থেকে নিজস্ব মনিটরিং টুলের মাধ্যমে বিভিন্ন ফ্যাক্টচেকিং ওয়েবসাইটের ফ্যাক্টচেক কার্যক্রম পর্যবেক্ষণ করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারিতে তারা বাংলাদেশে বিভিন্ন বিষয়ে ৩০১টি ভুল তথ্য ছড়িয়ে পড়তে দেখেছে। এর মধ্যে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগের শনাক্ত করা ভুল তথ্যের সংখ্যা ৫১টি। এই ক্ষেত্রে আজকের পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

আজকের পত্রিকার শনাক্ত করা ৫১টি ভুলের মধ্যে জাতীয় বিষয়ক ৯টি, শিক্ষা ও বিনোদনমূলক ৮টি, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ৭টি, আন্তর্জাতিক, খেলাধুলা ও স্বাস্থ্যবিষয়ক ৫টি এবং ধর্মবিষয়ক ৪টি। 

এসএসিএমআইডি আরও জানায়, এসবের মধ্যে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়িয়েছে জাতীয় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে, যা মোট ভুল তথ্যের ২৪ শতাংশ। দ্বিতীয় অবস্থানে আছে যথাক্রমে রাজনীতি, খেলাধুলা ও বিনোদন। মোট ভুলের ১৩ শতাংশ এসব বিষয়ে। তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে আন্তর্জাতিক ও শিক্ষা বিষয়ক ভুল তথ্য। মোট ভুলের ১১ শতাংশ এসব বিষয়ে। 

প্রসঙ্গত, আজকের পত্রিকা ২০২১ সালে প্রতিষ্ঠার শুরু থেকেই ফ্যাক্টচেক কার্যক্রম পরিচালনা করে আসছে। মাঝে কিছুদিন লোকবল স্বল্পতায় এই কার্যক্রম সাময়িক বন্ধ থাকলেও গত বছরের নভেম্বর থেকে পুনরায় ফ্যাক্টচেক বিভাগ পুরোদমে চালু করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

মধ্যরাতে মাঝরাস্তায় বাঘকে মদ খাওয়ানোর চেষ্টা করছে মাতাল—ভাইরাল ভিডিওটি ফেক

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

গোপালগঞ্জ সহিংসতা নিয়ে অসম্পর্কিত ভুয়া তথ্য ছড়াচ্ছে আ. লীগ: প্রেস উইং

নিহত সোহাগকে হিন্দু দাবি করে মিথ্যা প্রতিবেদন করেছে ভারতীয় গণমাধ্যম: প্রেস উইং

নাটকের দৃশ্যকে ধর্ষণের পর হত্যা দাবিতে প্রচার

পটুয়াখালীতে তরুণীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল

ইন্দুরকানীতে দেবর-ভাবিকে কুপিয়ে হত্যার ঘটনাটি কি রাজনৈতিক

ইটভাটায় যুবক ও চিতাবাঘের লড়াইয়ের ভিডিও বাংলাদেশের নয়, ভারতের