নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) হামলায় গুরুতর আহত শিক্ষার্থী মাহাদি জে. আকিব হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। গত বৃহস্পতিবার তাঁকে আইসিইউ থেকে ছাড়পত্র দেওয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আকতার ওই রাতে এই তথ্য নিশ্চিত করে বলেন, আকিব তাঁর বাবার সঙ্গে গ্রামের বাড়ি কুমিল্লায় গেছেন। আপাতত বাড়িতেই তাঁর চিকিৎসা চলবে। তবে আকিবের সম্পূর্ণ সুস্থ হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন দিয়েছেন চিকিৎসকেরা।
চমেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে গত ৩০ অক্টোবর আহত হন ওই কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদি জে আকিব।