অক্টোবরের মাঝামাঝিতেও দেশে ডেঙ্গুর প্রকোপ কমছে না। গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ২০০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর চলতি মাসের ১৬ দিনে ভর্তি হয়েছেন ৩ হাজারের ওপরে ডেঙ্গু রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদন অনুযায়ী এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৮৩ জন। এ নিয়ে চলতি মাসের ১৬ দিনে ৩ হাজার ৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঢাকায় ১৪১ জন এবং বাইরে ৪২ জন। এ সময়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে মৃত্যু হয়েছে ১৪ জনের।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল শনিবার ১৬ অক্টোবর পর্যন্ত মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন ২১ হাজার ২০১ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ২৪৯ জন। এ সময়ে মারা গেছেন ৮৩ জন। ডেঙ্গু আক্রান্ত ৮৬৯ জন রোগী গতকাল সকাল ৮টা পর্যন্ত ভর্তি ছিলেন। তাঁদের মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে ৬৮৮ জন এবং অন্যত্র ১৮১ জন।