টাঙ্গাইলে নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের সম্পদের হিসাব দিতে না পারায় স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার বিকেলে টাঙ্গাইল জেলা দুদক কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আবদুল লতিফ হাওলাদার বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন।
আসামিরা হলেন ঘাটাইল উপজেলার সাবেক সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মো. মাহবুব আনোয়ার ও তাঁর স্ত্রী মোছা. মাহমুদা খাতুন। তাঁরা জামালপুর সদরের বাড়ীঘাগুড়ী গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের একটি অভিযোগ থেকে দুদক জানতে পারে মাহবুব আনোয়ার তাঁর আয়ের তুলনায় বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। তাঁর সম্পদ অনুসন্ধানের জন্য গত ১২ এপ্রিল দুদকের প্রধান কার্যালয় থেকে একটি আদেশ দেওয়া হয়। ১৯ এপ্রিল সমন্বিত জেলা কার্যালয় থেকে চিঠির মাধ্যমে মাহবুব আনোয়ারের নামে তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে, বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও উহা অর্জনের বিস্তারিত ২১ কার্যদিবসের মধ্যে সমন্বিত জেলা কার্যালয়ে দাখিলের আদেশ দেওয়া হয়।
দুদকের কোর্ট সহকারী (এএসআই) মো. মজিবর রহমান তাঁদের স্থায়ী ঠিকানায় গিয়ে ফরম ও সম্পদ বিবরণের দাখিলের আদেশ জারি করেন। ২০ এপ্রিল মাহবুব আনোয়ার ও তার স্ত্রী মাহমুদা খাতুন সম্পদ বিবরণের দাখিলের ফরম গ্রহণ করেন। কিন্তু তাঁরা সম্পদ দাখিল বিবরণের সময় বৃদ্ধির কোনো আবেদন করেননি। নির্ধারিত সময় ২৫ মে’র মধ্যে তারা কমিশনের আদেশ মোতাবেক সম্পদ বিবরণ দাখিল করেননি। ফলে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।