কক্সবাজারের চকরিয়ায় বালুর স্তূপ ধসে আলী হোসেন (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের বগাচতর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সংরক্ষিত নারী ইউপি সদস্য নূর নেওয়াজ বেগম ও তাঁর ছেলে জমির উদ্দিনের নাম উল্লেখসহ ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আলী হোসেনের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে চকরিয়া থানায় এ মামলা করেন।
আলী হোসেন কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়নের কুলিয়াপাড়ার বশির আহমদের ছেলে। তিনি ডুলাহাজারা ইউনিয়নে শ্বশুর বাড়িতে থাকতেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, ডুলাহাজারা ইউনিয়নের বগাচতর এলাকায় ছড়াখালের পাশের অংশ লিজ নেন কয়েকজন যুবলীগ নেতা। বালু মহালটির পাশে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তুলছিল একটি সিন্ডিকেট। বালু তোলার কারণে পাহাড় ও সমতল ভূমির চাষের জমিতে বড় গর্ত সৃষ্টি হয়। গত সোমবার বালু উত্তোলনের সময় বালুর স্তূপ ধসে চাপা পড়েন আলী হোসেন।