হোম > ছাপা সংস্করণ

সহিংসতার ঘটনায় থানায় অভিযোগ

হোমনা প্রতিনিধি

হোমনায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য প্রার্থীসহ কয়েকজন আহতের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। গত মঙ্গলবার সহিংসতায় আহত আমিরুল ইসলাম খন্দকারের বাবা মো. সামসুল হক ওরফে অরুণ মেম্বার বাদী হয়ে ২৪ জনের বিরুদ্ধে এ অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৮ নভেম্বর ভোট চলাকালীন উপজেলার কামাল স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে কেন্দ্র দখল করতে ব্যর্থ হয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল বাশার মোল্লার লোকজন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে তাঁদের আহত করেন।

উল্লেখ্য, ২৮ নভেম্বর উপজেলার চান্দেরচর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের কামাল স্মৃতি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে নৌকা ও আনারস প্রতীকের সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওই ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. সফিকুল ইসলাম (ফুটবল), আমিরুল ইসলাম খন্দকার (২৫), মোশারফ হোসেন (৪০), কামরুল হাসান তুহিন ও আব্দুল হক সরকারসহ সাত-আটজন আহত হন।

চান্দেরচর ইউপির নৌকার প্রার্থী মোজাম্মেল হক অভিযোগ করে বলেন, স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবুল বাশার মোল্লাসহ তাঁর সমর্থকেরা তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ ছাড়া হুমকি দেওয়ার বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন বলেও তিনি জানান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ