হোম > ছাপা সংস্করণ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার দুই যাত্রীর

জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন। গতকাল মঙ্গলবার ভোর রাত ৪টায় এই ঘটনা ঘটে। পুলিশ নিহতদের লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, মঙ্গলবার ভোর ৪টায় জামালপুর থেকে সিএনজিচালিত অটোরিকশায় ঘাটাইলে যাচ্ছিলেন যাত্রীরা। জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের নারিকেলী এলাকায় পৌঁছানোর পর দ্রুতগামী একটি মাল বোঝাই ট্রাক অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় আহত হন দুজন। নিহত হলেন সদর উপজেলার দিগপাইতের ছোনটিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে মো. মিন্টু মিয়া (২৮) এবং মেলান্দহ উপজেলার নাংলা গ্রামের উসমান গণির ছেলে আবুল কালাম আজাদ (৪৫)। আহতরা হলেন মোশারফ হোসেন (২৫) ও আব্দুস সাত্তার (৭৬)। তাঁদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সিএনজি অটোরিকশা উদ্ধার করে। তবে ট্রাকটি আটক করতে পারেনি।

নিহত মিন্টু মিয়ার বড় ভাই মুকুল মিয়া বলেন, ‘মাছ ধরতে জামালপুরে আসেন মিন্টু। মাছ নিয়ে বাড়িতে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।’

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাকিউল কাজিম খান বলেন, ‘দুজন আহত অবস্থায় এসেছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ