হোম > ছাপা সংস্করণ

চৌগাছায় নতুন ইসলামি দলের আত্মপ্রকাশ

চৌগাছা প্রতিনিধি

জাতীয় উলামা কল্যাণ পরিষদ নামে নতুন একটি ইসলামি দলের ঘোষণা দেওয়া হয়েছে। দলটির আমির করা হয়েছে আড়ারদাহ হামিউল সুন্নাহ মাদ্রাসার প্রধান মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুফতি আবদুর রাজ্জাককে এবং মহাসচিব করা হয়েছে ইসলামি ঐক্যজোট (মুফতি আমিনী) যশোর জেলার সেক্রেটারি মুহাদ্দিস শহিদুল ইসলাম ইনসাফীকে।

গতকাল শনিবার দুপুরে যশোরের চৌগাছা উপজেলার আড়ারদাহ হামিউল সুন্নাহ মাদ্রাসার হলরুমে এক সভায় দলটির আংশিক জাতীয় কমিটির ঘোষণা দেন দলটির মহাসচিবের দায়িত্ব পাওয়া শহিদুল ইসলাম ইনসাফি। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

কাউন্সিলে সংগঠনের কেন্দ্রীয় কমিটির ১১ সদস্যের এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করে বলা হয় আগামী ৯০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা হবে।

কমিটিতে নায়েবে আমির করা হয়েছে ইসলামি ঐক্যজোট চৌগাছা উপজেলা সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস ও আড়ারদাহ মাদ্রাসার শিক্ষা পরিচালক মুফতী মাহমুদুল হাসানকে।

এ ছাড়া মাওলানা হুমায়ূন কবীরকে যুগ্ম-মহাসচিব, মাহবুবুর রহমানকে দপ্তর সম্পাদক, মুফতি মুশফিকুর রহমান ইনসাফীকে প্রেস-সম্পাদক, মুফতি আবদুল হাকিমকে সাংগঠনিক সম্পাদক, মুফতি ইয়াছিন ও ইশ্রাফিলকে সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

জাতীয় কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও আড়ারদাহ হামিউল সুন্নাহ মাদ্রাসার প্রধান মুহতামিম শায়খুল হাদিস আল্লামা মুফতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির মহাসচিব মুহাদ্দিস শহিদুল ইসলাম ইনসাফী।

সভার প্রধান বক্তা ও সংগঠনটির মহাসচিব শহিদুল ইসলাম ইনসাফী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় উলামা কল্যাণ পরিষদ অংশ নেবে। আমি চৌগাছা-ঝিকরগাছা আসনে প্রার্থী হব।’

এর আগে ২০১৪ ও ২০১৮ সালে শহিদুল বিএনপি জোট থেকে এ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন মো. সেলিম রেজা বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য তাঁরা এখনো কোনো আবেদন করেননি। আবেদন করলে আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ