হোম > ছাপা সংস্করণ

ছিনতাইয়ের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উত্তরার ১০ নম্বর সেক্টরের খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানার ইমামের সহকারী (মুবাল্লিগ) নুর মোহাম্মদ। এক দাতার কাছ থেকে দানের টাকা সংগ্রহ করতে গত সোমবার তিনি গাজীপুরের মীরেরবাজার গিয়েছিলেন। সেদিন দুপুরেই টাকা নিয়ে উত্তরায় ফিরে রিকশাযোগে উত্তরার কামারপাড়ায় এলে টহলরত পুলিশ সদস্যরা তাঁকে থামান। তাঁর ব্যাগ তল্লাশি করে ৬৫ হাজার টাকা ও কিছু স্বর্ণালংকার দেখেন পুলিশের সদস্যরা। এরপর নির্যাতন করে মামলার ভয় দেখিয়ে ৫৮ হাজার টাকা নিয়ে যান তাঁরা।

তুরাগ থানার পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী নুর মোহাম্মদ। আজকের পত্রিকাকে নুর মোহাম্মদ বলেন, ‘রিকশা থামিয়ে নির্যাতন করে ৫৮ হাজার টাকা নিয়ে গেছে টহলরত পাঁচ পুলিশ সদস্য। পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় যেতেও আমি ভয় পাচ্ছি। আমি সেদিন পুলিশকে কয়েকবার বলেছি, এগুলো দানের টাকা। দরকার হয় আপনারা দাতার সঙ্গে কথা বলেন। তাঁরা দাতার সঙ্গে ফোনে কথা বলেন। একপর্যায়ে কর্তব্যরত এক পুলিশ সদস্য ফোনে ওই দাতাকেও উত্তরায় আসতে বলে ফোন কেটে দেন।’

নুর মোহাম্মদ বলেন, ‘টাকা দিতে রাজি না হওয়ায় কামারপাড়ায় ট্রাফিক পুলিশ বক্স থেকে তাঁরা আমাকে চোখ বেঁধে তুরাগ নদের কাছে ছোট একটি ঘরে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মারধর করেন। এরপর তাঁরা আমাকে ৭ হাজার টাকা ফেরত দিয়ে ৫৮ হাজার টাকা রেখে দেয়। সেই সঙ্গে এক জোড়া কানের দুল, রুপার চেইন ও একটি স্বর্ণের চেইনও নিয়ে যায় পুলিশের সদস্যরা।’

অভিযোগ প্রসঙ্গে উত্তরা বিভাগে কর্মরত এডিসি পদমর্যাদার একজন কর্মকর্তা বলেন, ‘আমরা এ বিষয়ে শিগগির তদন্ত করব। এমন কিছু হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশের উত্তরা বিভাগের ডিসি মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, ‘এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ পাইনি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ