বিজয়ের ৫০ বছরে স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়াকে বাংলাদেশের ঐতিহাসিক অর্জন হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বিজয় মাস ডিসেম্বরের প্রথম দিনে গতকাল বুধবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বিজয়ের ৫০তম বছরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, জাতি হিসেবে যা আমাদের জন্য একটি ঐতিহাসিক অর্জন।’
ওই পোস্টে জয় আরও লেখেন, ‘আওয়ামী লীগ সরকার ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল, ইতিমধ্যেই আমরা সফলভাবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি। সামনে আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলা।