হোম > ছাপা সংস্করণ

শ্রমিকনেতার নামে করা মামলা প্রত্যাহার দাবি

গোয়াইনঘাট প্রতিনিধি

সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের গোয়াইনঘাট উপজেলার উত্তর-পূর্ব আঞ্চলিক শাখা জাফলং ট্রাক শ্রমিক উপকমিটির সভাপতি মো. ছবেদ মিয়ার নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকেলে জাফলং ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের কার্যালয় সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সিলেট জেলা ট্রাক পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. আব্দুস ছালামের সভাপতিত্বে ও শ্রমিক নেতা জুমায়েল আহমেদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় কমিটির সভাপতি শ্রী আবু সরকার।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা ট্রাক পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মো. জুবের আহমদ, সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সহসম্পাদক মো. আহমদ আলী স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ, প্রচার সম্পাদক মো. সামাদ রহমান, দপ্তর সম্পাদক মো. বাবুল হোসেন, অর্থ সম্পদক রাজু আহমদ (তুরু)।

স্বাগত বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলার উত্তর-পূর্ব জাফলং ট্রাক শ্রমিক উপকমিটির সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ মিয়া।

সমাবেশে সিলেট জেলা ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ১৭ আঞ্চলিক উপকমিটির নেতারা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, জাফলং ট্রাক শ্রমিক উপকমিটির সভাপতি মো. ছবেদ মিয়ার নামে করা মিথ্যা ও বানোয়াট মামলা আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর সঠিক তদন্তের মাধ্যমে প্রত্যাহার করতে হবে। অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও তাঁরা হুঁশিয়ারি দেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ