ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২১ প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার আটটি ইউপিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য। এ সময় প্রার্থীদের ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য জানান, ৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ৮টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে কাজ করছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় আশুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা কাজ করছে।
এ সময় ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের কারণে ইউনিয়নগুলোতে অভিযান চালিয়ে ২১টি মামলায় ২১ জন প্রার্থীকে মোট ২ লাখ দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য আরও বলেন, নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।