নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মো. বাবুল মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে ওই তাঁকে গ্রেপ্তার করা হয়। বাবুল মিয়া কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাবুল মিয়া জেলার একাধিক ব্যক্তির বিকাশের পিন নম্বর সুকৌশলে জেনে প্রথমে কিছু টাকা পাঠাতেন। পরে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। গত সোমবার উপজেলার নাজিরপুর ইউনিয়নের নলছাপরা বাজারের নূরুল হকের বিকাশ নম্ববে ফোন দেন প্রতারক বাবুল। বাবুল মিয়ার কথায় সন্দেহ হয় নুরুল হকের। পরে ওই নম্বরটি নুরুল হক কলমাকান্দা থানাকে জানান।
প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি স্মার্টফোন ও দুইটি সিমসহ নগদ দুই হাজার টাকা জব্দ করা হয়। পরে ওই ঘটনায় ভুক্তভোগী নুরুল হক বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা করেন। বাবুলকে আদালতে পাঠায় পুলিশ। আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাদ খান বলেন, ‘বাবুল মিয়া জেলার বিকাশ প্রতারণা চক্রের সক্রিয় সদস্য। তাঁর নামে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের খবর শুনে আরো পাঁচ থেকে সাতটি অভিযোগ এসেছে। মামলা তদন্তাধীন রয়েছে। বিকাশ প্রতারণা চক্রের সক্রিয় অন্যান্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’