নেত্রকোনার মদন উপজেলায় ভাবিকে (২৮) শ্লীলতাহানির মামলায় দেবর মগবুল হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে নেত্রকোনা আদালতে পাঠায় পুলিশ। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মগবুল হোসেন বড় ভাইয়ের স্ত্রীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতেন। প্রস্তাবে রাজি না হওয়ায় গত শনিবার তিনি ভাবিকে শ্লীলতাহানি করেন। পরে তাঁর ভাবি দেবরকে আসামি করে গত রোববার রাতে থানায় মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে গতকাল সোমবার বিকেলে নেত্রকোনা আদালতে পাঠায়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, ‘ভুক্তভোগী নারীর মামলায় মগবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।