গাজীপুরের শ্রীপুরে আফসানা আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাত দশটার দিকে শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আফসানা ওই এলাকার মো. রিপন মিয়ার স্ত্রী।
নিহত আফসানার বাবা আব্দুল হাই বলেন, আনুমানিক সাত মাস আগে রিপনের সঙ্গে আফসানার বিয়ে হয়। রিপন পেশায় চা-দোকানি। তাঁদের সংসার ভালোই চলছিল। রোববার রাতে চায়ের দোকান বন্ধ করে বাসায় ফিরে রিপন অনেক ডাকাডাকি করেও আফসানার সাড়া পায়নি।
আব্দুল হাই বলেন, রিপন পরে জানালার ফাঁক দিকে উঁকি দিয়ে আফসানার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়।
রিপন মিয়া বলেন, ‘কী কারণে সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে, তাঁর কিছুই জানি না। আমাদের সংসারে কোনো ধরনের ঝগড়াঝাঁটি নেই।’
শ্রীপুর থানার উপপরিদর্শক নয়ন ভূঁইয়া বলেন, বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।