ঘাটাইল উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম ও যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান খান টিটন স্বাক্ষরিত এক চিঠিতে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
ঘাটাইল উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক করা হয় খুররম মাসুদ সিদ্দিকীকে এবং সদস্যসচিব করা হয় মাহবুব হাসান সৌরভকে। হাসানুজ্জামান তরুণকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়। এ ছাড়া আহ্বায়ক কমিটিতে ১৮ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। অপরদিকে বাকিদের সদস্য হিসেবে এই আহ্বায়ক কমিটিতে রাখা হয়।