হোম > ছাপা সংস্করণ

নির্বাচনী সহিংসতায় আহত ব্যক্তির মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নির্বাচনী প্রচারে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত বাবুল মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গতকাল বুধবার সকালে খড়িবাড়ি-নেওয়াশী সড়কের বটতলা নামক স্থান অবরোধ করেন এলাকাবাসী।

উপজেলার ভাঙামোড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে গত সোমবার রাতে সংঘর্ষের ঘটনা ঘটে। পরের দিন গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বাবুল মারা যান।

স্থানীয়রা জানান, সোমবার ভাঙামোড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফ্যান প্রতীকের প্রার্থী মুকুল মিয়ার সমর্থক বাবুলসহ কয়েকজন ভোটের প্রচারে ও তালা প্রতীকের প্রার্থী শাহজালালের বাড়ির এলাকা ভাটিয়াপাড়ায় যান। শাহজালালের বাড়ির এলাকায় কেন আসা হয়েছে, এ নিয়ে তালা প্রতীকের সমর্থকেরা উত্তেজিত হয়ে কথা-কাটাকাটি এবং একপর্যায়ে মারমুখী হন। পরে স্থানীয়রা বিষয়টি মিটমাট করেন। এর জেরে ওই দিন রাতে বটতলায় আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গুরুতর আহত হন বাবুল মিয়া। পরে তাঁকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর পরের দিন রাতে বাবুলকে বাড়িতে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

এদিকে বাবুলের মৃত্যুর ঘটনায় গতকাল সকালে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে দুপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় নির্বাহী

ম্যাজিস্ট্রেট বিমল চাকমা, নাগেশ্বরী সার্কেলের এএসপি মো. সুমন রেজা, ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) সাওয়ার পারভেজসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ফুলবাড়ী থানায় নিয়ে যায়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় জানান, এ ব্যাপারে পরিবার থেকে এখনো কোনো মামলা করা হয়নি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ