পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে উন্নত করেছেন। শিক্ষার মান সমান করেছেন। অতীত সরকারের আমলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা উন্নত ছিল না। বর্তমান সরকার ক্ষমতায় আসায় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে।’
গতকাল মঙ্গলবার দুপুরে পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া কামিল মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ প্রিন্স এসব কথা বলেন।
মুজিব বর্ষ উদ্যাপন, শেখ রাসেল দেয়ালিকা উন্মোচন, মাদ্রাসার এম ফিল ও পিএইচডি ডিগ্রি প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, ফাজিল প্রথম বর্ষের ক্লাস উদ্বোধন এবং দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি শহিদুর রহমান শহীদের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, মাদ্রাসার অধ্যক্ষ মাহাবুবুর রহমান প্রমুখ।