বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘করোনার চাপ বেড়ে গেছে। সবাই সাবধানে থাকবেন। করোনার দুঃসময়ে প্রধানমন্ত্রী আমাদের পাশে ছিলেন, আছেন এবং সামনের দিনেও থাকবেন। মনোবল হারাবেন না।’
গতকাল সোমবার দিনভর পীরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পারুল, পীরগাছা, কৈকুড়ী, কান্দি, তাম্বুলপুর, ছাওলা, অন্নদানগর, ইটাকুমারী ও কল্যাণী ইউনিয়নের শীতার্ত মানুষের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে তিন হাজার কম্বল বিতরণ করেন মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘পীরগাছায় উন্নয়নের যে ধারা অব্যাহত রয়েছে তা চলমান রাখতে আমাকে সহযোগিতা করুন। আমি আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই।’
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, ইউএনও শেখ শামসুল আরেফীন প্রমুখ।