হোম > ছাপা সংস্করণ

গ্রামের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ সওজের

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ধারক দেয়াল নির্মাণ করছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এতে বন্ধ হয়ে গেছে মোনতলা সূর্যকুমার কার্বারিপাড়াবাসীর একমাত্র কাঁচা রাস্তাটি। চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামবাসীকে।

সওজ বিভাগের কর্মকর্তারা বলছেন, মানুষের চলাচলের জন্য দেয়ালে সিঁড়ি করে দেওয়া হবে। তবে গ্রামের মানুষ বলছে, সিঁড়ি দিয়ে তো আর গাড়ি চলতে পারবে না। রাস্তাটি পাকা করা হলে গ্রাম পর্যন্ত যানবাহন যেত। কিন্তু দেয়াল নির্মাণ করায়, সে সম্ভাবনাও শেষ হয়ে গেছে।

সরেজমিন দেখা যায়, মোনতলা গ্রাম থেকে আসা কাঁচা রাস্তাটি পাহাড়ি পথ বেয়ে কিচিং আদাম এলাকায় এসে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সঙ্গে সংযুক্ত হয়েছে। গ্রামবাসীর যাতায়াতের সুবিধার্থে গত বছর কিচিং ছড়ার ওপর কালভার্ট নির্মাণ করা হয়। কালভার্টটি পার হয়ে গ্রামের লোকজন ওই সড়কে উঠত। সম্প্রতি ওই এলাকায় সড়কের ধারক দেয়ালটি নির্মাণ করা হয়। এতে গ্রামে ঢোকার রাস্তাটি বন্ধ হয়ে যায়।

কিচিং এলাকার দোকানদার জ্ঞান চাকমা বলেন, ‘সিঁড়ি করে দেওয়ার কথা বলা হচ্ছে। সিঁড়ি দিয়ে তো গাড়ি চলাচল করতে পারবে না। গ্রামের কাঁচা রাস্তাটি পাকা করা হলে, মৌনতলা পর্যন্ত গাড়ি যেত। রাস্তাটি কাঁচা অবস্থায় শীত মৌসুমে গাড়ি চলাচল করতে পারে। কিন্তু দেয়াল এমনভাবে নির্মাণ করা হচ্ছে, এ কারণে আমাদের রাস্তার ভবিষ্যৎ একেবারে শেষ হয়ে গেছে।’

জানতে চাইলে রাঙামাটি সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আরেফিন বলেন, ‘স্বাভাবিকভাবে যে কেউ দেখলে মনে করবে রাস্তাটি ব্লক হয়ে গেছে, আসলে তা নয়। আমরা আগের চেয়ে ভালো রাস্তা করে দেব। আগে যে ঢালু রাস্তাটি ছিল, এটি দিয়ে সব গাড়ি চলতে পারবে না। আমরা যে রাস্তাটি করে দেব, সে রাস্তা দিয়ে সব গাড়ি চলাচল করতে পারবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ