উত্তর-পূর্ব চীনের শেনিয়াং রাজ্যে গত রোববার থেকে বিপুল পরিমাণে তুষারপাত হচ্ছে। এ ধরনের তুষারপাত ১৯০৫ সালের পর দেখা যায়নি। রেকর্ড তুষারপাতে স্বাভাবিক জনজীবনের ছন্দপতন হয়েছে। এ পর্যন্ত একজনের মৃত্যু এবং প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ তুষারপাতে সরাসরি ভোগান্তিতে পড়েছে বলে চীনা পত্রিকা সিনহুয়ার বরাতে জানিয়েছে বিবিসি।
তথ্যমতে, ইনার মঙ্গোলিয়া এবং উত্তর-পূর্ব চীনের ২৭টি অঞ্চলে ‘লাল’ সতর্কতা সংকেত জারি করা হয়েছে। কোনো কোনো স্থানের তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। ঘর গরম রাখতে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
চলতি বছরের শুরু থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে বিদ্যুৎ সংকট চলছে। যেসব স্থানে বিদ্যুৎ সংকট প্রবল, তার মধ্যে উত্তর-পূর্ব চীন অন্যতম। তাই তুষারপাতে অব্যাহত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।