হোম > ছাপা সংস্করণ

স্বাস্থ্যের নথি গায়েবে বিভাগীয় মামলা হয়নি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭টি নথি গায়েব হওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে গতকাল রোববার পর্যন্ত কোনো বিভাগীয় মামলা হয়নি বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় স্বাস্থ্য শিক্ষা শাখার চার কর্মচারীকে দায়ী করে মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। কমিটির সুপারিশ অনুযায়ী, চারজনকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। তবে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার কথা থাকলেও গতকাল পর্যন্ত তা হয়নি।

তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে মামলার ফাইলে কী লেখা হবে, তা ঘষামাজা করা হচ্ছে। আগামী দু-এক দিনের মধ্যেই মামলা সম্পন্ন হবে বলে তিনি

জানান। এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মন্ত্রণালয়ের উন্নয়ন শাখার দুই কর্মচারী আয়েশা ও জোসেফের হস্তক্ষেপেই নথি চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাময়িক বরখাস্তকৃত চার কর্মচারী ক্রয় ও সংগ্রহ-২ শাখার সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আয়েশা সিদ্দিকা ও জোসেফ সরদার, প্রশাসন-২-এর শাখার গ্রহণ ও বিতরণ ইউনিটের অফিস সহায়ক বাদল চন্দ্র গোস্বামী এবং প্রশাসন-৩ শাখার অফিস সহায়ক মিন্টু মিয়াকে চিহ্নিত করে মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৭টি নথি গায়েবের ঘটনায় গত ২৮ অক্টোবর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব নাদিরা হায়দার। সেখানে বলা হয়, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ক্রয়সংক্রান্ত শাখা-২-এর কম্পিউটার অপারেটর জোসেফ সরদার ও আয়েশা ২৭ অক্টোবর কাজ শেষ করে ফাইলটি একটি কেবিনেটে রেখে গিয়েছিলেন। ওই ফাইলের মধ্যে ১৭টি নথি ছিল। পরদিন অফিসে গিয়ে কেবিনেটে ফাইলটি আর খুঁজে পাওয়া যায়নি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ