গাজীপুরের শ্রীপুরে এএ ইয়ান মিলস লিমিটেড নামের একটি শিল্প কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গত বুধবার রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে অভিযান চালিয়ে ওই কারখানার গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। গত দুই মাসে কারখানাটি অবৈধভাবে প্রায় আট কোটি টাকার গ্যাস ব্যবহার করেছে বলে নিশ্চিত করেছেন তিতাস গ্যাসের কর্মকর্তা মির্জা শাহ নেওয়াজ লতিফ।
এ কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মনির হোসেন বলেন, বুধবার রাতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। গ্যাস বিচ্ছিন্ন হওয়ার পর কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর তিতাস গ্যাসের উপব্যবস্থাপক প্রকৌশলী মির্জা শাহ নেওয়াজ লতিফ আজকের পত্রিকাকে জানান, অবৈধভাবে গ্যাস ব্যবহারের অপরাধে এএ ইয়ান মিলস লিমিটেড নামের কারখানার গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। গত দুই মাসে কারখানাটি আট কোটি টাকার গ্যাস ব্যবহার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।