হোম > ছাপা সংস্করণ

শিক্ষকদের হয়রানিসহ ঘুষ-দুর্নীতির অভিযোগ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যালয় সহকারী হাফিজ উদ্দিনের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও শিক্ষকদের হয়রানির অভিযোগ উঠেছে। এ নিয়ে শিক্ষকেরা ২৭ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা শিক্ষা কর্মকর্তাকে একটি লিখিত অভিযোগ দেন, যা তদন্তাধীন।

অভিযোগ সূত্রে জানা যায়, হাফিজ উদ্দিন দুর্নীতিবাজ, ঘুষখোর ও নানা অপকর্মের সঙ্গে জড়িত। তিনি প্রায় বিভিন্ন কাজ নিয়ে আসা শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করেন। ধমকের সুরে কার্যালয় থেকে বের হয়ে যেতে বলেন। ইতিপূর্বে একই কার্যালয়ের অফিস সহকারী হেলাল উদ্দিনের সঙ্গে প্রশিক্ষণের পারিশ্রমিক ভাগাভাগি নিয়ে মারপিটের ঘটনা ঘটে তাঁর।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, শিক্ষকের খাতের টিএ বিলের বরাদ্দ সহকারী শিক্ষক মুসা আহমেদ ও আকতার জাহানের ১০ হাজার ৯২০ টাকা না জানিয়ে হাতিয়ে নেন তিনি। ৬০ জন শিক্ষকের উচ্চতর পরীক্ষা পাসের সনদপত্র চাকরি বইয়ে লিপিবদ্ধ করার জন্য প্রত্যেকের কাছ থেকে ৫০০ করে মোট ৩০ হাজার টাকা উত্তোলন করেন। চাকরি স্থায়ীকরণের জন্য জনপ্রতি ৫০০ টাকা করে আদায় করে মোট ১ লাখ টাকা উত্তোলন করেন। শিক্ষকদের শ্রান্তি বিনোদন বিলে শিক্ষকপ্রতি ৫০০ টাকা করে আদায় করেন। সহকারী শিক্ষকদের সরকার ঘোষিত ১৩তম গ্রেডের কাজ নিয়ে ১ হাজার টাকা করে ঘুষ গ্রহণ করেন। এ ছাড়াও বিভিন্ন সময় শিক্ষকদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, হাফিজ উদ্দিন ১০ বছর ধরে কর্মরত। উপজেলায় শ্বশুরবাড়ি হওয়ায় প্রভাব বিস্তার করে এসব অপকর্ম-দুর্নীতি করেও পার পেয়ে যাচ্ছেন তিনি। যোগদানের পর থেকে তিনি ঘুষ ছাড়া কোনো কাজই করেন না।

তবে হাফিজ উদ্দিন ঘুষের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘শ্বশুরবাড়ির প্রভাব খাটিয়ে কখনো অপকর্ম করিনি।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমান বলেন, ‘হাফিজ উদ্দিন শিক্ষকদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’

সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম মন্ডল জানান, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ