সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ক্ষিদ্রমাটিয়া যমুনার তীরে দুই দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
বেলকুচি পৌরসভার সার্বিক সহযোগিতায় ও মুকুন্দগাঁতী গ্রামের উদ্যোগে এই ঐতিহ্যবাহী নৌকাবাইচের আয়োজন করা হয়। আব্দুল মজিদ প্রমানিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা ব্যাংক ও পূর্বানী গ্রুপের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। প্রধান অতিথি ছিলেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা প্রমুখ।
বিভিন্ন বয়সের মানুষ যমুনা নদীর তীরে দাঁড়িয়ে ও শত শত নৌকা নিয়ে এ প্রতিযোগিতা উপভোগ করে। নৌকাবাইচ অনুষ্ঠানে ৫০টি মাঝির দল অংশ গ্রহণ করে। শনিবার (আজকে) নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানের মধ্য দিয়ে এর সমাপনী ঘটবে।