তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। কিন্তু এর আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে আছেন বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউপির নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রহমান জুয়েল ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউপির নৌকা প্রতীকের প্রার্থী মাহাবুব আলম স্বপন।
পাথরঘাটা উপজেলা নির্বাচনে অফিস সূত্রে জানা যায়, চরদুয়ানী ইউপিতে আব্দুর রহমান জুয়েল নৌকা প্রতীকে ও সোহাগ বাদশাহ হাতপাখা প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। গত ২ নভেম্বর মনোনয়ন যাচাই–বাছাইয়ের সময় ঋণ খেলাপের দায়ে সোহাগ বাদশাহের মনোনয়ন বাতিল হয়ে যায়। পরে তাঁকে আপিলের সময় দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে আপিল করে তাঁর প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচন অফিসে জমা না দেওয়ায় তাঁর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করা হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চরদুয়ানী ইউপিতে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন আব্দুর রহমান জুয়েল।
পাথরঘাটা উপজেলা নির্বাচন কর্মকর্তা আইউব আলী হাওলাদার জানান, চরদুয়ানীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় শুক্রবার আব্দুর রহমান জুয়েলকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে।
এদিকে মির্জাগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, উপজেলার কাকড়াবুনিয়া ইউপিতে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। গতকাল বৃহস্পতিবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এর আগে ৬ নভেম্বর স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক, ৭ নভেম্বর স্বতন্ত্র প্রার্থী মাজহারুল ইসলাম রাজা ও ৮ নভেম্বর ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের শফিকুল ইসলাম শানু তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলমও তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এতে এখন কাকড়াবুনিয়ায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুব আলম স্বপন একক প্রার্থী হিসেবে থেকে যান।