হোম > ছাপা সংস্করণ

বাসায় নিয়ে আটকে চাওয়া হয় মুক্তিপণ

সিরাজগঞ্জ সংবাদদাতা

সিরাজগঞ্জ শহরে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ আদায় করা একটি চক্রের এক নারীসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তাররা হলেন শহরের মিরপুর উত্তরপাড়ার মোহাম্মদ আলী (২৫), হোসেনপুর পুঠিয়াবাড়ির মেহেদী হাসান (২৭), হোসেনপুর মহল্লার আব্দুল জলিল (২৮) ও ধানবান্দি মহল্লার উন্নতি খাতুন ওরফে মিথিলা (২০)।

গতকাল র‍্যাব-১২ এর মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, গত মঙ্গলবার রাতে শহরের মাছুমপুর উকিলপাড়া মহল্লার একটি বাসায় এ অভিযান চালানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার হাটিকুমরুল মোড়ের ফল ব্যবসায়ী সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের রঞ্জু সরকার (৪৩) ফল কিনতে সিরাজগঞ্জ শহরে আসেন। পূর্ব পরিচিত মিথিলার সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। একপর্যায়ে মিথিলা কৌশলে রঞ্জুকে তাঁর ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে আটকে রেখে রঞ্জুকে মারধর করে তাঁর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। পরে রঞ্জুর স্বজনেরা র‍্যাবের কাছে লিখিত অভিযোগ করেন। পরে রাতেই ওই ভাড়া বাসায় অভিযান চালিয়ে রঞ্জুকে উদ্ধার ও চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ