বাবুগঞ্জে তৃতীয় ধাপে অনুষ্ঠেয় রহমতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীকে শোকজ করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। গতকাল রোববার সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মৃধা মু. আক্তারুজ্জামান মিলন ও স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. সরোয়ার মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দেন।
দুই প্রার্থীকেই পাঠানো নোটিশে উল্লেখ করেছেন, ইতিমধ্যেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁদের ব্যাখ্যাও সন্তোষজনক ছিল না। তারপরও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে পুনরায় মিছিল, মহড়া, প্রতিপক্ষদের হুমকি, বিশৃঙ্খলা সৃষ্টি, নগদ অর্থ লেনদেনের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করা এবং প্রচারে একটির বেশি মাইক ব্যবহার করে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাই নির্বাচনী আচরণবিধি বিন্দুমাত্র আমলে না নেওয়ায় দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
গতকাল রোববার পাঠানো নোটিশে এমন আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন ব্যবস্থা নেওয়া হবে না এবং প্রার্থিতা বাতিলের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না এর স্পষ্ট ব্যাখ্যা আগামী তিন দিনের মধ্যে বাবুগঞ্জ উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে গত শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গাড়ি ভাঙচুর ও মারধরের ঘটনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম দুই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ নোটিশ দিয়েছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।