হোম > ছাপা সংস্করণ

খুবির সঙ্গে যৌথ গবেষণা করবে নেদারল্যান্ডস

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সঙ্গে যৌথ গবেষণা করার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডসের ওয়াগিনন বিশ্ববিদ্যালয়। গতকাল শনিবার সকাল ১০টার দিকে খুবি উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন ওয়াগিনন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক ড. ফুলকো লুডউইক।

সাক্ষাৎকালে তারা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব নিয়ে আলোচনা করেন। আলোচনাকালে বাংলাদেশের সুন্দরবন উপকূলীয় অঞ্চলের জলবায়ুর অবস্থা ও ভবিষ্যত পরিস্থিতি বিশেষ গুরুত্ব পায়।

অধ্যাপক ফুলকো কৃষিক্ষেত্রে আবহাওয়া ও জলবায়ুর প্রভাব মোকাবিলা করে ফসল উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, পানি ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তার পর্যবেক্ষণ ও আগ্রহের বিষয়গুলো তুলে ধরেন। তিনি এসব বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণায় আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন সফররত অধ্যাপক ফুলকোকে খুলনা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, ‘প্রকৃতপক্ষে সুন্দরবন উপকূল তথা এতদাঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকি বাড়ছে। উপকূলীয় অঞ্চলের জীবনযাত্রার ওপরও তা নেতিবাচক প্রভাব ফেলছে।’

তিনি আরও বলেন, ‘উপকূলীয় অঞ্চলের জীব-বৈচিত্র্য নিয়ে শিক্ষা ও গবেষণার অনেক ক্ষেত্র রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে এ সম্পর্কিত অনেকগুলো বিষয় রয়েছে, যার সঙ্গে ওয়াগিনন বিশ্ববিদ্যালয় যৌথ শিক্ষা ও গবেষণায় এগিয়ে আসলে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপকৃত হবে। একই সঙ্গে গবেষণার মাধ্যমে নতুন নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে।’

উপাচার্য সুন্দরবনের ওপর লিখিত তাঁর গবেষণা গ্রন্থের একটি কপি অধ্যাপক ফুলকোকে উপহার দেন। আলোচনাকালে জানানো হয়, ওয়াগিনন বিশ্ববিদ্যালয় থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক-শিক্ষার্থী উচ্চতর শিক্ষা ও গবেষণা সম্পন্ন করেছেন। তাদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগের বিষয়টিও স্বাগত জানানো হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস, প্রাক্তন শিক্ষার্থী গবেষক ড. উৎপল কুমার, খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক পিএইচডি গবেষক আব্দুল্লাহ আল মাসুদ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, ওয়াগিনন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও খুবি উপাচার্যের সচিব সঞ্জয় সাহা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ