কিশোরগঞ্জের ভৈরবে গৃহবধূ শারমিন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে এই কর্মসূচি পালন করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ৬ নভেম্বর, বেলাব উপজেলার সল্লাবাদ গ্রামের গৃহবধূ শারমিন আক্তারের (১৯) মরদেহ গোয়াল ঘর থেকে উদ্ধার করে পুলিশ। পরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
শারমিন ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের টান কৃষ্ণনগর গ্রামের গোলাপ মিয়ার মেয়ে।
নিহত শারমিন আক্তারের পরিবারে দাবি, যৌতুকের জন্য পরিকল্পিতভাবে শ্বশুর বাড়ির লোকজন শারমিনকে অমানবিক নির্যাতন করে হত্যা করে।
এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা গোলাপ মিয়া বাদী হয়ে পরদিন ৭ নভেম্বর বেলাব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গৃহবধূ শারমিনকে শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। সমাজে আর যেন কাউকে এভাবে মরতে না হয়। সে জন্য হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানানো হয় মানববন্ধনে।