বন্দরে দলীয় কর্মীর ওপর হামলার অভিযোগ তুলেছেন ধামগড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতীকের প্রার্থী মাসুম আহম্মেদ। গত শুক্রবার মধ্যরাতে ধামগড়ের জাঙ্গাল এলাকায় স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেনের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
হামলার শিকার ওই কর্মীর নাম বিল্লাল হোসেন (৫২)। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার নির্বাচনী প্রচারণা নিয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। তার জের ধরে শুক্রবার রাতে স্বতন্ত্র প্রার্থীর বাড়ির সামনে থেকে ফিরছিলেন বিল্লাল হোসেন। এ সময় কামালের সমর্থকেরা তাঁর ওপর হামলা চালায় এবং পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা