হোম > ছাপা সংস্করণ

গোলাপগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়ল কাশবন

গোলাপগঞ্জ প্রতিনিধি

গোলাপগঞ্জের একটি কাশবন পুড়ে গেছে। সিলেট জকিগঞ্জ সড়কের চৌঘরী এলাকায় গত শুক্রবার সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। সদ্য জনপ্রিয় হয়ে ওঠা এই কাশবনে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, চৌঘরী এলাকার রানাপিং আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজসংলগ্ন রাস্তার পূর্ব পাশের কাশবনটি দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠে। সন্ধ্যার দিকে হঠাৎ অগ্নিকাণ্ড পর স্থানীয় লোকজনের সমবেত প্রচেষ্টায় এ আগুন নেভানো হয়।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে জানা না গেলেও স্থানীয় বাসিন্দাদের এক পক্ষ জানান, ওই দিন সন্ধ্যায় তুচ্ছ একটি ঘটনা নিয়ে কাশবন দুপক্ষের মারামারির ঘটনা ঘটে। এই ঘটনার কিছু সময় পর আগুনের ঘটনা ঘটে। তাই স্থানীয় বাসিন্দাদের ধারণা দুপক্ষের কোনো এক পক্ষ এ কাজ করেছে।

অপরদিকে স্থানীয় বাসিন্দাদের আরেকটি গ্রুপ মনে করছেন, ছুটির দিনে এই কাশবনে ভিড় করেন হাজারো লোকজন। তার মধ্যে কিছু তরুণ-তরুণী সেখানে নানা অশ্লীল করছে। তাই অশ্লীলতা বন্ধে কাশবন পুড়িয়ে দেওয়া হয়েছে বলে তাঁদের ধারণা।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফয়জুল করিম বলেন, ‘আমরা বিষয়টি লোকমুখে শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ