হোম > ছাপা সংস্করণ

ডিমলায় রাস্তার ওপর কারখানা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় চলাচলের সরকারি রাস্তা দখল করে কারখানা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাননি এলাকাবাসী। তবে বিষয়টি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

ইউএনও বেলায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, যাতায়াতের রাস্তা দখল করে কেউ স্থাপনা নির্মাণ করতে পারে না।

অন্যদিকে লিখিত অভিযোগটি মিথ্যা জানিয়ে কারখানার ম্যানেজার সারোয়ার আলম বলেন, ‘কোম্পানি কোনো রাস্তা দখল করেনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।’

অভিযোগ সূত্রে জানা গেছে, প্যারাগন এগ্রো লিমিটেড নামে একটি কোম্পানি উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ভেন্ডাবাড়ি ছাতুনামা এলাকায় একটি জৈবসার কারখানা স্থাপন করে। কোম্পানিটি মালিকানা জমিসহ সরকারি রাস্তা দখল করে কারখানার ভবন নির্মাণ করে। এতে মুজিব কেল্লা ও আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের যাতায়াতের পথ বন্ধ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা জমশের আলী বলেন, ‘রাস্তাটি কাঁচামাটির হলেও এলাকাবাসীর জন্য গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে আমরা মসজিদে যাই, ফসলি জমিতে যাই, ভ্যানগাড়িতে ফসলসহ প্রয়োজনীয় মালপত্র বাজারে নিই। তিস্তা নদীর তীরবর্তী হওয়ায় আমাদের বিকল্প কোনো রাস্তা নেই।’

আবদুর রহিম নামের এক বাসিন্দা বলেন, ‘আমরা সাধারণ মানুষ। প্যারাগন কোম্পানি অনেক শক্তিশালী, তাদের অনেক টাকা। সাধারণ মানুষকে তারা মানুষ মনে করে না।’

নাগাছ চাপানি ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী বলেন, কোম্পানিটি সরকারি ম্যাপের রেকর্ড করা রাস্তা দখল করে সার কারখানা গড়ে তুলেছে। বিভিন্ন দপ্তরে তদবির করেও রাস্তাটি দখলমুক্ত করা যায়নি। যাতায়াতের বিকল্প ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছেন এ এলাকার কয়েক হাজার মানুষ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ