হোম > ছাপা সংস্করণ

দাবি আদায়ে এবার কালো ব্যাজ

কুড়িগ্রাম প্রতিনিধি

দাবি আদায়ে কালো ব্যাজ ধারণ করে আন্দোলনে নেমেছেন কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার ইউনিয়ন ভূমি সহকারী ও উপসহকারী কর্মকর্তারা। গতকাল সোমবার সকালে আন্দোলন অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করেন তাঁরা। ২০ জানুয়ারি পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির রৌমারী ও রাজীবপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও যাদুরচর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা হাফিজুর রহমান জানান, ২০১৩ সালের গেজেট অনুযায়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের ১৬ তম গ্রেড থেকে ১১ তম গ্রেডে এবং উপসহকারী কর্মকর্তাদের ১৭ তম গ্রেড থেকে ১২ তম গ্রেডে উন্নীত করা হলেও রহস্যজনক কারণে তা স্থগিত করা হয়। পরে ইউনিয়ন ভূমি উপসহকারী নিয়োগ বিধিমালা-২০২১ জারি করা হয়। স্থগিত হওয়া বেতন স্কেল বৃদ্ধি ও নিয়োগ বিধিমালা-২০২১ নিয়োগ ও পদোন্নতির দাবিতে তাঁরা এই কর্মসূচি চালাচ্ছেন।

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির রৌমারী-রাজীবপুর উপজেলার সাধারণ সম্পাদক ও বন্দবেড় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রজব আলী বলেন, ১৭ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত আন্দোলনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করে অফিস করা হবে। নির্ধারিত তারিখের মধ্যে দাবি না মানলে, ভবিষ্যতে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি দেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ